অবসর নি‌লেন অধ‌্যক্ষ মোহাম্মদ আসাদ উ‌দ্দিন

বরাক তরঙ্গ, ৩০ সে‌প্টেম্বর : অবসর নি‌লেন আ‌ছি‌মিয়া এইচএস স্কু‌লের অধ‌্যক্ষ মোহাম্মদ আসাদ উ‌দ্দিন। তিনি দীর্ঘ ৩১ বছর ওই স্কুলে সুনাম ও দক্ষতার স‌ঙ্গে শিক্ষকতা ক‌রে সোমবার চাকরি জীবন থে‌কে অবসর নি‌লেন।

১৯৯৪ সা‌লের ২২ জানুয়ারি গ‌ণি‌তের বিষয় শিক্ষক হি‌সে‌বে তি‌নি চাকরি‌তে যোগ দেন। ২০১৭ সা‌লের ৪ মে ওই স্কু‌লের অধ‌্যক্ষ হি‌সে‌বে দা‌য়িত্বভার গ্রহণ ক‌রেন। ছাত্রছাত্রী‌ ও স্কু‌লের প্রতি সর্বদা তাঁর সহ‌যোগিতা থাক‌বে ব‌লে জানান। শিক্ষকতার পাশাপা‌শি বি‌ভিন্ন সামা‌জিক কা‌জেও তি‌নি জ‌ড়িত আ‌ছেন। মূলবা‌ড়ি নিলামবাজা‌রের গান্ধাই দাসগ্রা‌মে। বর্তমা‌তে তিনি ক‌রিমগঞ্জ শহ‌রের সেটেলমেন্ট এলাকার মাইজডিহির বা‌সিন্দা।

Spread the News
error: Content is protected !!