ধ্যান শেষে দেশবাসীর উদ্দেশে চিঠি প্রধানমন্ত্রীর

৩ জুন : লোকসভা ভোটের প্রচারপর্ব মিটতেই কন্যাকুমারী গেছিলেন নরেন্দ্র মোদি। সেখানের বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘণ্টার ধ্যানে বসেছিলেন তিনি। ধ্যান শেষে বিমানে ফেরার পথে দেশবাসীর উদ্দেশে চিঠি লিখেছেন মোদি। তাঁর লেখায় একদিকে তিনি গোটা লোকসভা ভোটের প্রচারের অনুভূতি ব্যক্ত করেছেন, অন্যদিকে আগামী দিনের ভারতের জন্য নতুন কী সংকল্প নেওয়ার কথা ভাবছেন, সেটাও জানিয়েছেন নরেন্দ্র মোদি।

দেশবাসীর উদ্দেশে খোলা চিঠিতে মোদি লিখছেন, ”লোকসভা ভোট শেষ হয়েছে। আমার মধ্যে এখন সীমাহীন এনার্জি। এতদিন প্রচার পর্বের প্রতিটা অনুভূতি এবং অভিজ্ঞতা আমার চোখের সামনে ভাসছে। ভোটের প্রচারের সময়ে অজস্র মুখের ভিড় দেখেছি, নারী শক্তি অনুভব করেছি, মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। এত ভালবাসা পেয়ে আমার চোখ ছলছল করেছে। তবে ধ্যানে বসার পর আমি যেন বাহ্যিক জগত থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম।” এই চিঠিতে মোদীর কথায় একাধিকবার উঠে এসেছে স্বামী বিবেকানন্দের নামও।

Author

Spread the News