রেল দুর্ঘটনা : যাচ্ছেন প্রধানমন্ত্রী, মৃতের সংখ্যা বেড়ে ২৬১

৩ জুন : বালেশ্বরে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। প্রথমে হামসফর এক্সপ্রেসের দুটি কামরা ও পরে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের।

দুর্ঘটনায় এখনও অবধি কমপক্ষে ২৬১ জন মারা গিয়েছেন। আহত ৯০০-রও বেশি। আজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রওয়ানা দিয়েছেন বালেশ্বরের উদ্দেশে। সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব।

তার আগে শনিবার বৈঠক করলেন প্রধানমন্ত্রী। বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দেখা করবেন আহতদের সঙ্গে। ওড়িশায় ৩টি ট্রেনের দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গোটা ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী।

Author

Spread the News