ডকুমেন্টারি ফিল্মে ও সেরা অরিজিনাল সঙে দুটি অস্কার পুরস্কার, গর্বিত প্রধানমন্ত্রী মোদি

১৩ মার্চ : ৯৫তম অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমা নিজেদের স্বাক্ষর রাখল। সেরা স্বল্প দৈর্ঘ্যের ডকুমেন্টারি ফিল্ম বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স।’ তার পর সেরা অরিজিনাল সং বিভাগে মনোনীত ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ ছিনিয়ে নিল সেরার পুরস্কার। এটাই প্রথম কোনও অস্কারের মঞ্চ যেখানে একাধিক বিভাগে অস্কার জিতলেন একাধিক ভারতীয়। ভারতের দুটি অস্কার পুরস্কার জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে লিখেছেন, ‘অসাধারণ! নাটু-নাটু বিশ্ব পর্যায়ে বিখ্যাত। এটি এমন একটি গান যা বহু বছর ধরে মনে থাকবে। এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য এমএম কিরাভানি এবং পুরো দলকে অভিনন্দন।’ প্রধানমন্ত্রী অস্কারজয়ী ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর উদ্দেশে লিখেছেন, ‘এই সম্মানের জন্য ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর পুরো দলকে অভিনন্দন।’

৯৫তম অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপা পেয়েছ ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু। পুরস্কার নিতে মঞ্চে ওঠেন সংগীত পরিচালক কিরাভানি এবং গীতিকার চন্দ্রবোস। মাইকের সামনে আবেগতাড়িত হয়ে পড়েন দুজনেই। কিরাভানি ‘আরআরআর’-এর গৌরব নিয়ে গান গেয়েছেন। অন্যদিকে গীতিকার চন্দ্রবোস এই পুরস্কার গোটা ‘আরআরআর’ পরিবার এবং দেশ ভারতকে উৎসর্গ করেন। করতালি দিয়ে তাঁদের অভিবাদন জানান প্রত্যেকে।

ডকুমেন্টারি ফিল্মে ও সেরা অরিজিনাল সঙে দুটি অস্কার পুরস্কার, গর্বিত প্রধানমন্ত্রী মোদি

এক নজরে অস্কার জিতলেন যাঁরা : সেরা ছবি- এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট, ওয়ান্স সেরা অভিনেত্রী- মিশেল ইয়োহ (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), সেরা অভিনেতা- ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল), সেরা পরিচালক- ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শিনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), সেরা সম্পাদনা- এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, সেরা অ্যাডপ্টেড চিত্রনাট্য- উওমেন টকিং, সেরা শব্দগ্রহণ- টপ গান: ম্যাভেরিক সেরা অরিজিনাল চিত্রনাট্য- এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, সেরা ভিজুয়াল এফেক্ট- অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার, সেরা প্রোডাকশন ডিজাইন- অল কোয়ায়েট ইন ওয়েস্টার্ন ফ্রন্ট, সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম- দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স, সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম- দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স।

Author

Spread the News