জম্মু ও কাশ্মীর পূর্ণরাজ্যের মর্যাদা ফিরে পাবে, আশ্বাস প্রধানমন্ত্রীর
২০ সেপ্টেম্বর : ‘এরা ভাবে ক্ষমতা দখল করা যেন এদের জন্মগত অধিকার’, বৃহস্পতিবার শ্রীনগরে শের-ই-কাশ্মীর স্টেডিয়ামের জনসভা থেকে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির উদ্দেশ্যে এভাবেই তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই তিন দলের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের তরুণদের হাতে পাথর তুলে দেওয়া এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তাঁদের ভবিষ্যত নষ্টের অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জম্মু ও কাশ্মীর পূর্ণরাজ্যের মর্যাদা ফিরে পাবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন তিনি।
রাহুল গান্ধি, ফারুক আবদুল্লা ও মেহবুবা মুফতির পরিবারের দিকে আঙুল তুলে মোদি বলেন, ‘রাজ্যের তরুণরা পড়াশোনা থেকে দূরে ছিলেন এতদিন। তিনটি পরিবার (কংগ্রেস, এনসি এবং পিডিপি) তাঁদের হাতে পাথর দিয়ে খুশি হত। ওরা নিজের সুবিধার জন্য আমাদের সন্তানদের ভবিষ্যত নষ্ট করেছে। ওই তিনটি পরিবারকে রাজ্যের আরেকটি প্রজন্মকে ধ্বংস করতে দেব না। এখানকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া আমার লক্ষ্য।’
২০১৯ সালে ৩৭০ ধারা ও জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা বাতিল করে কেন্দ্র। এনিয়ে কাশ্মীরের মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ প্রশমনের চেষ্টা করছে বিজেপি। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘কাশ্মীর পূর্ণরাজ্যের মর্যাদা ফিরে পাবে।’ তাঁর সংযোজন, ‘আমরা যা বলি, তাই করি। বলেছি যখন রাজ্য বানাবই। আপনারা বিজেপিকে সুযোগ দিন, আমাদের প্রার্থীরা আপনাদের সঙ্গে আছে।’