প্রস্তুতি সম্পন্ন, আজ থেকে শিলচরে মর্যাদার ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি টুর্নামেন্ট
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : আজ, সোমবার থেকে মর্যাদার ক্যাপ্টেন এনএম গুপ্ত আমন্ত্রণী ফুটবল টুর্নামেন্টের আসর বসছে। এটাকে উপলক্ষ করে সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়াম পুরো সাজিয়ে উঠছে। আয়োজনে রয়েছে শিলচর ডিএসএ। পাঁচ বছর পর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে ভিড়ের সম্ভাবনা রয়েছে। ভিড় সামলাতে স্টেডিয়ামের সম্মুখ ফটক ও পুলিশ পেরেড গ্রাউন্ডের ফটক দিয়ে প্রথমত দর্শক স্টেডিয়ামে ঢুকবেন। এরপরে মাঠে ঢুকতে মোট ৮ টি গেট রাখা হয়েছে। সাধারণ দর্শকদের জন্য গ্যালারি ২০ টাকা এবং গ্যালারিতে থাকা চেয়ারের টিকিট ৫০ টাকায় ধার্য করা হয়েছে। স্টুডেন্টস ও আজীবন সদস্যদের জন্য কোন টিকিট লাগবে না। তবে স্কুল ও মহাবিদ্যালয় পড়ুয়াদের জন্য তাদের প্রতিষ্ঠানের আই কার্ড দর্শাতে হবে। ডিএসএ-র জেনারেল কাউন্সিল মেম্বারদের জন্য ১০০ টাকা ধরা হয়েছে। তবে এর উপরে কেউ খুশি হয়ে দিতে পারেন।
ডিএসএ-র ৮টি গেটে ঢুকবেন দর্শক, গ্যালারি ২০, চেয়ারে ৫০ টাকার টিকিট, স্টুডেন্টসদের জন্য ফ্রি
আসাম ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই টুর্নামেন্টের জন্য ১০ জন রেফারি ও ম্যাচ কমিশনার নিয়োগ করেছে। ম্যাচ কমিশনার হিসেবে থাকবেন এএফএ-র কোষাধ্যক্ষ হীরেন গগৈ। খেলায় চ্যাম্পিয়ন দলকে ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফির রেপ্লিকা সহ নগদ ১ লক্ষ টাকা, রানার্স দলকে খগেশচন্দ্র সেন স্মৃতি ট্রফি সমেত ৫০ হাজার টাকা প্রদান করা হবে। তাছাড়া প্রতিদিন ম্যাচ সেরা পুরস্কার হিসেবে ট্রফি সমেত নগদ ১ হাজার টাকা প্রদান করা হবে হিরনবালা রায় স্মৃতি পুরস্কার। এই পুরস্কারের দাতা হচ্ছেন বিমলেন্দু রায়।
সোমবার বেলা দেড়টায় উদ্ধোধনী অনুষ্ঠান হবে এবং দুটায় হবে কিক অফ। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আয়োজক সভাপতি তথা প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়। মোট ছয়টি দল নিয়ে আয়োজিত খেলায় দুটি গ্রুপে লিগ হবে। আগামী ১১ নভেম্বর ফ্লাড লাইটে দুই গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে ফাইনাল ম্যাচ। এদিন ৫ টায় ম্যাচ শুরু হবে। ফাইনালে কেন্দ্রীয় বা রাজ্যস্তরের কোন নেতা সহ ক্রীড়া ব্যক্তিত্বদের উপস্থিতির জন্য প্রয়াস চালানো হচ্ছে বলেও সভায় জানানো হয়।
উল্লেখ্য, অংশগ্রহণকারী এটি দলের মধ্যে গ্রুপ ‘এ’ তে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড, লেনোরেল এফসি এবং মণিপুরের এফসি রায়েংদাই । গ্রুপ ‘বি’ তে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব, মণিপুরের সেনাপতি এফসি ও আইজল এফসি। উদ্বোধনী ম্যাচে লেনোরেল এফসি মোকাবেলা করবে মণিপুরের এফসি রায়েংদাই। মণিপুরের দুটি দল ও আইজল এফসি ইতিমধ্যে শিলচর পৌঁছে গেছে। লক্ষীপুরের লিনোরেল এফসি সকালে শিলচরে পা রাখবে। তারা প্রতিদিন খেলায় যাওয়া আসা করবে। বাদবাকি দলের মধ্যে আইজল এফসি থাকবে সোনাই রোডস্থিত মিজোরাম হাউসে, ডিএসএ -র প্লেয়ার্স হোস্টেলে মণিপুরের দুটি দল এবং হোটেলে অবস্থান করবে মহামেডান স্পোর্টিং ও নর্থ ইস্ট ইউনাইটেড। এদিকে, সোমবার নর্থ ইস্ট ইউনাইটেড দল শিলচরে আসবে এবং এর পরদিন কলকাতার মহামেডান দলটি শিলচর পৌঁছবে।