“প্রেরণা সম্মাননা” অনুষ্ঠান  সোনাই শিক্ষাখণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর

বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে ৩৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকে সম্মাননা সহ ৩২ জন কর্মরত শিক্ষক শিক্ষিকাকে “প্রেরণা সম্মাননা” এবং ৩ জন CRCC-কে “প্রেরণা শ্রী সম্মাননা” প্রদান করল সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনী। শুক্রবার স্থানীয় এক বিবাহ ভবনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর অব স্কুলস গণেশ হরিজন। সোনাই শিক্ষক সম্মিলনীর প্রাক্তন সম্পাদক লতিবুর রহমান লস্করের পৌরোহিত্য অনুষ্ঠানে আইএস গণেশ হরিজন বলেন, “শিক্ষার সার্বিক উন্নতির জন্য আমি সদা প্রস্তুত। যার যার কোনো সমস্যা থাকলে সরাসরি আমার অফিসে এসে জানালে আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধানের।” অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উপহার ও মানপত্র প্রদান করে সম্মানিত করা হয়।

সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সম্পাদক আজমল হোসেন মজুমদার বক্তব্যে বলেন, “প্রতি বছরই অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা ও কর্মরত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ‘প্রেরণা সম্মাননা’ ও সিআরসিসিদের ‘প্রেরণা শ্রী সম্মাননা’ প্রদান করা হবে, যাতে সবাই উৎসাহিত হন।”

শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সম্পাদক ফয়জুল হক মজারভূইয়া বলেন, “শিক্ষাব্যবস্থাকে পতনের হাত থেকে রক্ষা করতে হলে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকেই শিক্ষাক্ষেত্রের উন্নয়নের জন্য এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিনী মুখার্জি (বিইইও, সোনাই), সতীশ কৈরী (এসআই, সোনাই), সাবিনা সুলতানা মজুমদার (বিআরপি, সোনাই), এসএম ফিরোজ লস্কর (বিআরপি সোনাই), শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর পক্ষ থেকে ফয়জুল হক মজারভূইয়া (সম্পাদক) ও সুদীপ দে (কোষাধ্যক্ষ)।

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত গায়ক জুবিন গর্গের প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। সোনাই এনজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহমদ শরিফ লস্কর জুবিনের জনপ্রিয় দুটি গান “ইয়া আলি” ও “মায়াবিনী” পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। প্রসঙ্গত, এই অনুষ্ঠানটি পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে তা স্থগিত করা হয়।

শেষে, সাম্প্রতিক সময়ে প্রয়াত  অরিন্দম কুণ্ডু, নুরুল ইসলাম চৌধুরী সহ মোট ১১ জন শিক্ষক শিক্ষিকার আত্মার চিরশান্তি কামনায় উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।

Spread the News
error: Content is protected !!