শিলচরে আনন্দরাম বরুয়া পুরস্কার বিতরণ কৌশিকের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : শিলচরেও অনুষ্ঠানিক ভাবে প্রজ্ঞান ভারতীর অধীনে বাণীকান্ত কাকতি মেধা ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম বরুয়া পুরস্কার প্রধান করা হল। শুক্রবার শিলচর গভঃ স্কুল মাঠে মন্ত্রী কৌশিক রায় পুরস্কারগুলোর বিতরণের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, জনগণ ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে হিমন্ত সরকার। তারা এই পুরস্কার গুলো বিতরণ করে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
এদিন উপস্থিত ছিলেন ধলাই বিধায়ক নীহাররঞ্জন দাস, বিধায়ক মিহির কান্তি সোম, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নুমান মাহাতো, জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ সরকারী অধিকারিকরা।

অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ১১ ডিসেম্বর থেকে বিকাশের নামে ১২দিনের একটি বিশেষ কার্যসূচি হাতে নিয়েছেন। এর অঙ্গ হিসেবে আগামীতে শুধু পুরস্কার বিতরণ নয়, ফ্লাড ডেমেজ, মাইক্রোফাইনান্স সার্টিফিকেট সহ অন্যান্য বিভিন্ন কার্যসূচি উপত্যকার তিনটি জেলায় পর্যায়ক্রমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ডঃ শর্মা শুধু অসমের রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য পরিসেবা ইত্যাদি ছাড়াও মানব সম্পদকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কেজি থেকে পিজি ও ১ম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে মিড-ডে-মিল বিতরণ, বিনামূল্যে স্কুল ও কলেজে ভর্তি, পড়ুয়াদের মধ্যে স্কুল ইউনিফর্ম ও বইপত্র ইত্যাদি বিতরণ করা ছাড়াও আগামী ২০৪৭ সালের মধ্যে অসমকে বিকশিত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।i

উল্লেখ্য, কাছাড় জেলায় মোট ১৮১৪ জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ ও ২০ হাজার ৬১জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল ১২২৯ জনকে আনন্দরাম বরুয়া পুরস্কার প্রদান করা হবে।