কাল মাতৃভূমি কাপের ফাইনাল, জোর প্রস্তুতি

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : শেষ হতে চলেছে মাতৃভূমি এনজিওর ফুটবল যজ্ঞ। মাসব্যাপী এই যজ্ঞের ইতি পড়ছে আগামীকাল রবিবার। অর্থাৎ মাতৃভূমি কাপের হাইভল্টেজ ফাইনাল আগামীকাল ৭ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। মুখোমুখি হচ্ছে ইন্ডিয়ান এফসি ও লোকনাথপুর ইয়ংস্টার।

ফাইনাল ম্যাচের আগে দুপুর ১ টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ঝুমুর নৃত্য। তাছাড়াও ধামাইল নৃত্য, বিহু নৃত্য, উড়িয়া নৃত্য, ডিমাসা নৃত্য, মণিপুরি নৃত্য সহ মাতৃভূমি সামাজিক সংস্থার মহিলা ফুটবলাররা নৃত্য পরিবেশন করবে। খেলা শুরু হবে বিকাল ৩ টায়। খেলা শেষে থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাই সমজেলার আয়ুক্ত রক্তিম বরুয়া, অ্যাসিস্টেন্ট কমিশনার দীক্ষা সরকার, সমজেলার সিডিএসপি প্রদীপ কোঁয়র, কাছাড়ের অ্যাসিস্টেন্ট কমিশনার নিহাত হালই, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ সিকদার, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড় সহ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিরা। ফাইনাল ম্যাচকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করে তোলার জন্য ফুটবল প্রেমী দর্শকদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস।

Spread the News
error: Content is protected !!