জাতীয় প্রেস দিবস পালনের প্রস্তুতি লালায়

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : জাতীয় প্রেস দিবস পালনের যৌথ ভাবে প্রস্তুতি লালা প্রেস ক্লাব এবং বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার। আগামী ১৬ নভেম্বর সারা দেশের সঙ্গে এই দিবসটি লালায় পালন করবে দুই সংস্থা। ওই দিন গৌতম রায় ফ্যানস ক্লাব ভবনে বিকেল সাড়ে পাঁচটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার উপসভাপতি ড. শতানন্দ ভট্টাচার্য এখববর জানিয়ে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Author

Spread the News