মঙ্গলবার স্টিমারঘাট রোডের ভৈরব বাবার আশ্রমে নবনির্মিত মন্দিরের উদ্বোধ‌ন, জোর প্রস্তু‌তি

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : ক‌রিমগ‌ঞ্জ স্টিমারঘাটস্থিত শ্রীশ্রী ভৈরব বাবার আশ্রমে নব নি‌র্মিত ম‌ন্দি‌রের আনুষ্ঠানিক ভাবে দ্বারোদঘাটন নি‌য়ে জোরদার প্রস্তু‌তি আশ্রম ক‌মি‌টির। এ উপলক্ষে চার দিনব্যাপী নানা কার্যসূচির আয়োজন করা হয়েছে। এ‌তে র‌য়ে‌ছে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি সকাল এগা‌রোটায় বর্ণাঢ্য শোভাযাত্রা, মন্দির ধৌতকরণ, সন্ধ্যা ছয়টায় শ্রীশ্রী ভৈরব বাবার নব নির্মিত মন্দিরের দ্বারোদঘাটন। এ‌তে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত থাক‌বেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজ। রা‌তে অনু‌ষ্ঠিত হ‌বে আদিবাস। ১ মার্চ বুধবার সকাল আটটায় সংকল্প সকাল নয়টায় পূজা আরম্ভ, বিগ্রোহ অভিষেক এগা‌রোটায় যজ্ঞ, দুপুরে শান্তিবারি, সন্ধ্যার পর ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান। এতে অংশ নেবেন দ্বিগবিজয় রায় ও সম্প্রদায়।

২ মার্চ বৃহস্পতিবার বিশ্বশান্তি যজ্ঞারম্ভ শুরু হ‌বে। সকাল দশটা থে‌কে শুরু হ‌বে মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন স্থানীয় শিল্পীরা।‌ ৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীতের রানি অদিতি মুন্সি সঙ্গীত প‌রি‌বেশন কর‌বেন। এই অনুষ্ঠানে সকল সনাত‌নি‌দের উপস্থিতি কামনা করেছেন আশ্রম প‌রিচালন কমিটির কর্মকর্তারা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News