৬-৭ এপ্রিল শিলচরে দু’দিন ব্যাপী দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব, প্রস্তুতি শুরু
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ মার্চ : আগামী ৬ ও ৭ এপ্রিল শিলচরে দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার বিকেলে শিলচর দাস কলোনির সংহতি লেনে থাকা স্টুডিও ইচ্ছেডানা অফিসে এক সাংবাদিক সম্মেলনে ক্লাব ইচ্ছেডানার সভানেত্রী ও সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ -এর চেয়ারপারসন শর্মিষ্ঠা দেব এবং আদ্য মা প্রোডাকশনের স্বত্বাধিকারী ও দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের পরিচালক হীরকজ্যোতি পাল একথা জানিয়েছেন।
তাঁরা জানান, শিলচর বঙ্গভবনে দুপুর একটা থেকে দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব শুরু হবে। চলচ্চিত্র উৎসব ছয়টি বড় ছবি এবং সাতটি ছোট ছবি প্রদর্শন করা হবে। চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে আসছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, সহ আরও অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর যোগ দেবেন। শর্মিষ্ঠা বলেন, তাঁর দুটি ছবি প্রদর্শন করা হবে। ছবিগুলো হলো উদ্বাস্তু ও কাদম্বরী আজও।
এনিয়ে শিলচরে দ্বিতীয়বারের মতো ফিল্ম ফেস্টিভ্যাল করছেন এবং এর প্রভাব সমাজে পড়েছে। এবং যেখানে তারা চাইছেন স্থানীয়দের প্রতিভাকে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। বিগত বছর শিলচরের মতো শহরে ব্যাপক আকারে দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব আয়োজন করতে সফল হওয়ায়
আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানান এবং আগামী চলচ্চিত্র উৎসবে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব ইচ্ছেডানার সদস্য অলোকা দেব, ইন্দ্রানী সাহা ও অভিজিৎ দেব।