ডিলিমিটিশনের খসড়ায় জিপি কমায় ক্ষোভ সোনাইয়ে, আন্দোলনের প্রস্তুতি

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : গ্রাম পঞ্চায়েতের ডিলিমিটিশনে খসড়া প্রকাশ হতেই ক্ষোভ পরিলক্ষিত হল সোনাইয়ে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা সাংবাদিক সম্মেলনে কাছাড়ের সাতটি বিধানসভার জিপি গুলোর ডিলিমিটিশনের তথ্য তুলে ধরেন। এতে সোনাইয়ে থাকা ২৪টি জিপিকে কমিয়ে ১৮ টি জিপি করার প্রস্তাবকে প্রতিবাদ জানান একাংশ প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। এদিন রাতে সোনাইয়ে সাংবাদিক বৈঠক ডেকে প্রকাশিত খসড়ায় সোনাইয়ে জিপি কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কোনও অবস্থায় জিপি কমানো মানা হবে না বলে সাফ জানিয়ে দেন। এনিয়ে জেলা আয়ুক্তকে আপত্তি জানানো সহ বুধবার থেকে প্রকাশিত খসড়ার বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করার কথা জানান।

এদিন সাংবাদিক বৈঠকে এনিয়ে বক্তব্য তুলে ধরেন সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতির প্রতিনিধি জুনুবাবু লস্কর, নতুন রামনগর জিপির প্রাক্তন এপি সদস্যের প্রতিনিধি সজীব লস্কর, কচুদরম জিপির প্রাক্তন এপি সদস্য এমইউ মিজানুর রহমান লস্কর, সোনাই যুব উন্নয়ন পরিষদের সভাপতি সুফিয়ান লস্কর, মাসুম বড়ভূইয়া, মেহবুব আলম লস্কর সহ অন্যরা।

ডিলিমিটিশনের খসড়ায় জিপি কমায় ক্ষোভ সোনাইয়ে, আন্দোলনের প্রস্তুতি
ডিলিমিটিশনের খসড়ায় জিপি কমায় ক্ষোভ সোনাইয়ে, আন্দোলনের প্রস্তুতি

Author

Spread the News