ধামাইল দিবস উদযাপন নিয়ে সম্মিলিত লোকমঞ্চের প্রস্তুতি বৈঠক

বরাক তরঙ্গ, ৭ মে : শিলচর ক্লাব রোড হোটেল ইলোরা হেরিটেজে  সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী ২৬ মে ধামাইল দিবস উদযাপন নিয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার সম্মিলিত লোকমঞ্চের সভাপতি অনুপকুমার রায়ের পৌরহিত্যে সভায় উপস্থিত বিভিন্ন বক্তারা কর্মসূচি বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। 

এদিনের বৈঠকে বরাক উপত্যকার ঐতিহ্যগত ধামাইল নৃত্যকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতির প্রথম পদক্ষেপ হিসাবে আগামী ২৬ মে ধামাইল দিবস উদযাপন নিয়ে মত প্রকাশ করেছেন বিভিন্ন বক্তা। পরবর্তীতে পুনরায় এব্যাপারে চূড়ান্ত রূপরেখা তৈরী করতে বৈঠক আয়োজনের বিষয়ে অনেকেই সম্মতি জানিয়েছেন। 

উল্লেখ্য, এদিনের বৈঠকে বক্তব্য রাখেন বিশিষ্ট লোক গবেষক অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য, লোকমঞ্চের সহ-সভপতি সুপ্রদীপ দত্তরায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে শিবব্রত দত্ত ও অতনু ভট্টাচার্য, হাইলাকান্দি থেকে আগত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম গুপ্ত, রূপম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষে কাজল কর্মকার, প্রখ্যাত লোকশিল্পী মঙ্গলা নাথ, অসীম ভট্টাচার্য, সুদক্ষিণা ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড়, সম্মিলিত লোকমঞ্চের কোষাধ্যক্ষ শ্যামলকান্তি নাথ, প্রচার সম্পাদক কমলেশ দাশ, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, ঝিমলি নাথ, অঙ্কিতা ভট্টাচার্য, মনিমিতা গোস্বামী, সর্বশ্রী নাথ প্রমুখ। এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন সম্মিলিত লোকমঞ্চের প্রচার সম্পাদক কমলেশ দাশ। 

Author

Spread the News