নর্থ-ইস্ট রাইডার্স মিটকে সামনে রেখে প্রি- এনইআরএম কয়দি ফ্রি সোউল এর

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জুলাই : প্রতি বছরের ন্যায় এবারও আগামী নভেম্বর মাসে ৩ দিনের নর্থ-ইস্ট রাইডার্স মিট ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশে। অনুষ্ঠানে ৮টি রাজ্যের বাইক রাইডার্সরা অংশ গ্রহণ করে একে ওপরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে। এ ছাড়া ৮ রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার ও অন্যান্য বিভিন্ন ইস্যুতে বৈঠক করবেন উভয় রাজ্যের বাইক রাইডার্সরা। নর্থ-ইস্ট রাইডার্স মিট ২০২৫-কে সামনে রেখে কাইদি ফ্রি সোউলের তরফে রবিবার প্রি- এনইআরএম রাইডের আয়োজন করা হয়।

এদিন বরাক উপত্যকার বিভিন্ন বাইক রাইডার্সরা একত্রিত হয়ে এক বিশাল বাইক র‍্যালি বের করে শিলচর থেকে হারাঙাজাও হয়ে উধারবন্দের গোয়াবাড়ি এলাকায় পৌঁছে সম্পন্ন হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উদ্যোক্তারা জানান, কাইদি ফ্রি সোউল সংস্থার কর্মকর্তারা উপত্যকায় বৃক্ষ রোপন থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রাকৃতিক দুর্যোগের সময়ও তাঁরা সামাজিক চিন্তাধারা নিয়ে উপত্যকার সাধারণ মানুষের স্বার্থে কাজ করে গেছেন।

বাইক রাইডিং-এর মাধ্যমে শুধু ঘোরে বেড়ানোই নয়, বরাকের কৃষ্টি- সংস্কৃতি ও ঐতিহ্যকে বিভিন্ন রাজ্যে তুলে ধরে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন ভাষা-জনগোষ্ঠির মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তাও ছড়িয়েছেন তাঁরা।এনইআরএম রাইডটি সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ায় সংস্থার প্রত্যেক সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা।

Spread the News
error: Content is protected !!