‘প্রতাপ’ পূজা সংখ্যা উন্মোচন শিলচরে

'প্রতাপ’ পূজা সংখ্যা উন্মোচন শিলচরে

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : বরাক উপত্যকার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে নতুন এক পালক যুক্ত হলো মহাষষ্ঠীর দিনে। রবিবার দুপুরে শিলচরের নেতাজি লেন, সৎসঙ্গ আশ্রম রোডে অবস্থিত সম্পাদক শৈলেন দাসের বাড়িতে অনুষ্ঠিত হলো ‘প্রতাপ’ পূজা সংখ্যা ১৪৩২-এর উন্মোচন অনুষ্ঠান।প্রায় দেড় দশক ধরে নবীন ও প্রবীণ লেখকদের লেখা দিয়ে বরাকের সাহিত্যকে সমৃদ্ধ করে আসা ছোটকাগজটির এবারের পূজা সংখ্যা হয়ে উঠলো এক অনন্য সাহিত্য উৎসব, যেখানে সাহিত্যপ্রেমীরা একত্রিত হয়ে সৃজনশীলতার দীপ্তি ভাগাভাগি করেন।

'প্রতাপ’ পূজা সংখ্যা উন্মোচন শিলচরে

উন্মোচনের গৌরব ভাগাভাগি করেন—নর্ম্যাল স্কুলের প্রিন্সিপাল ও কবি মানসী সিনহা শ্বাদল পত্রিকার সম্পাদক রানা চক্রবর্তী তপাং আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি হরেন্দ্র চন্দ্র দাস নৃত্যায়ন সংস্থার নৃত্যগুরু দেবতোষ নাথ বিশিষ্ট কবি-গল্পকার-প্রাবন্ধিক রূপরাজ ভট্টাচার্য।অনুষ্ঠানের সূচনা হয় সুরোজ কুমার নাথের সুমধুর উদ্বোধনী সংগীত দিয়ে। প্রিয় বরাক গায়ক ও কবিদের কণ্ঠে পরিবেশিত গান—বিশ্বরাজ ভট্টাচার্য, শিক্ষিকা পুষ্পিতা দাস ও গোপেন্দ্র দাসের কণ্ঠে—উৎসবের আবহকে প্রাণবন্ত করে তোলে।উদ্বোধনের পরই অনুষ্ঠিত হয় সাহিত্য সম্মাননা প্রদান।সাহিত্যচর্চায় সৃজনশীল উদ্দীপনা ও আত্মবিশ্বাসের জন্য সুচরিতা দাস-কে দেওয়া হলো ‘উদীয়মান কবি সম্মাননা’।প্রতাপ পত্রিকার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ শতদল আচার্য-কে দেওয়া হলো ‘বিশিষ্ট গুণীজন সম্মাননা’।শহরের পাশাপাশি বরাকের বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্যসাধকরা উপস্থিত হন।তাদের আবেগঘন কবিতা পাঠে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। অংশগ্রহণকারীরা ছিলেন—রঞ্জন কুমার বনিক, মাম্পি দাস, সানি ভট্টাচার্য, সুজিতা দাস, চয়ন ঘোষ, প্রমিলা দাস, মঙ্গলা দত্ত রিমি, সদয় দাস, সুরোজ শুক্লবৈদ্য, রাহুল দাস, রিপন দাস, অপর্ণা কুমার, রাখি দাস, সুস্মিতা দাসচৌধুরী, রুপালি রায়, রুমা দাস, পিংকি দাস, শর্মি দে, প্রণব কান্তি দাস প্রমুখ।

প্রাসঙ্গিক সাহিত্য বিষয়ক তাৎপর্যপূর্ণ আলোচনা করেন—
মানসী সিনহা, দেবতোষ নাথ, যোগেন্দ্রচন্দ্র দাস, রানা চক্রবর্তী, রূপরাজ ভট্টাচার্য, হরেন্দ্র চন্দ্র দাস, আদিমা মজুমদার, সত্যজিৎ নাথ, শমিতা ভট্টাচার্য ও শতদল আচার্য।আলোচনার মাধ্যমে বরাক উপত্যকার সাহিত্য-সংস্কৃতির বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা ও সৃজনশীল উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

সৃজনশীলতার দীপ্তি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাহিত্যচর্চার মিলনে অনুষ্ঠান পরিণত হয় এক সাহিত্যপ্রেমীদের মহামিলনীতে। উপস্থিত বক্তারা একবাক্যে আশ্বাস দেন বরাক উপত্যকার সাহিত্য ও সংস্কৃতির ধারাকে এগিয়ে নিতে ‘প্রতাপ’ ভবিষ্যতেও তাদের সহযোগিতা পাবে।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এক আবেগঘন মুহূর্তে পুষ্পিতা দাসের কণ্ঠে জুবিন গর্গের একটি জনপ্রিয় গান পরিবেশনের মাধ্যমে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতাপ পত্রিকার সম্পাদক শৈলেন দাস, যার নেতৃত্বে অনুষ্ঠানটি হয়ে ওঠে দর্শক ও সাহিত্যসাধকদের মনে স্মরণীয় এক অভিজ্ঞতা।

Spread the News
error: Content is protected !!