প্রফুল্লচন্দ্র বণিক স্মৃতি সুপার ডিভিশনে বাজিমাত শিলচর স্পোর্টিঙের
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রফুল্ল চন্দ্র বণিক সুপার ডিভিশন ফুটবলে ভাল খেলেও রবিবার শিলচর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে হারল তারাপুর অ্যাথলেটিক ক্লাব। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে। ২-০ গোলের ব্যবধানে। খেলার প্রথমার্ধে কোন গোল হয়নি। এসময়ে ম্যাচে হয়নি কোন উত্তেজনাও।
দ্বিতীয়ার্ধের শুরুতেই শুরুতেই ভারতীয় দলে খেলে আসা আসামের প্রাক্তন ফুটবলার ও কোচ তোষেণ বরার প্রতি সম্মান জানিয়ে খেলোয়াড়, পরিচালক ও স্টেডিয়ামে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
অসমের জাতীয় ফুটবলার তোষেণ বরার স্মৃতিতে ১ মিনিট নীরবতা পালন
পরে ম্যাচ শুরু হলে, ম্যাচের ৫৮ মিনিটেই মাথা দিয়ে বল ছুঁইয়ে গোল করেন এইচ বিজেন্তা সিংহ। এই গোলের পর খেলার গতি কিছুটা বাড়ে, উত্তেজনাও ছড়ায়। আর ম্যাচের ৯০ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে জয় সুনিশ্চিতের পাশাপাশি ম্যাচের উত্তেজনায় যতি টানেন রাতুল কর্মকার। খেলায় অবশ্যই তারাপুর অ্যাথলেটিক ক্লাব ভালো ট্ক্কর দেয়। বেশকটি সুযোগ পেলেও প্রতিপক্ষের তিনকাটি ভেদে অসফল হন দলের ফরোয়ার্ডরা। তাছাড়া গোলরক্ষক অনেকটা অপরিপক্কতার পরিচয় মেলে ধরেছেন। তাদের দ্বিতীয় গোলটি হজম করতে গোল রক্ষকের জন্যই। সোজা একটা বল তার গ্রিপ ছেড়ে বুকে লেগে বাউন্স হয়ে যায় আর সে সুযোগে সহজে গোল করে নেন রাতুল কর্মকার।
এদিন ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন শিলচর স্পোর্টিং ক্লাবের রোহিত কর্মকার। খেলা শেষে তাঁর হাতে ট্রফি সহ নগদ ১ হাজার টাকার পুরস্কার তুলে দেন স্পনসরারের পক্ষে অতিথি বিশিষ্ট ব্যবসায়ী তথা জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড় এবং সেরা খেলোয়াড় নির্বাচক তথা প্রাক্তন ফুটবলার ও রেফারি দেবেন শুক্লবৈদ্য। এদিন খেলা পরিচালনা করেন বাজু টিস্সু। তাঁকে সহযোগিতা করেন আব্দুল মজিদ চৌধুরী, নিজাম তামুবেরি, শৈলেন্দ্র চন্দ্র দাস ও নিরূপম দাস। ফুটবলার সিলেক্টর বাহারুল ইসলাম লস্কর। আগামী দু’দিন কোন ম্যাচ নেই।