প্রফুল্ল বণিক স্মৃতি সুপার ডিভিশন, জয়ের মুখ দেখল টাউন ক্লাব, লাল কার্ড
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : শিলচর ডিএসএ আয়োজিত প্রফুল্ল চন্দ্র বণিক সুপার ডিভিশন ফুটবলে ভাল খেলেও শুক্রবার হেরে গেল ইটখলা স্পোর্টিং ক্লাব। অন্যদিকে, জয় নিয়ে মাঠ ছাড়ল টাউন ক্লাব। এদিন ইটখলা ফুটবলার জমির আহমেদ ও কোচ শুমমিত্র বিশ্বাসকে লালকার্ডও দেখতে হয়। ম্যাচটা ২-০ গোলে জিতল টাউন ক্লাব। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শিলচর স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে তারা।
অন্যদিকে, ইন্ডিয়া ক্লাবের কাছে আগের ম্যাচে হেরে যাওয়া ইটখলা টানা দ্বিতীয় পরাজয় হজম করল। এদিন ইটখলার ফরোয়ার্ড লাইন ছিল চূড়ান্ত ব্যর্থ। বিশেষ করে রাইট উইঙ্গার টয়োস লাংয়ো একাই তিনটি সহজ সুযোগ নষ্ট করেন। প্রতিবারই পোস্টের কাছে থেকে বল জালে রাখতে ব্যর্থ হন। এছাড়া ফরোয়ার্ড নিউটন ইয়াংলেমের শট দ্বিতীয় পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ঠিকঠাক পায়ে বল লাগাতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের উভয় গোল হয়। ৬১ মিনিটে ডিফেন্ডার রাহুল বসুমাতার লং পাস ধরে বিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে
ঢুকে যান দুর্বা সুরা। বল ক্লিয়ার করতে ইটখলা গোলরক্ষক তাইজুল ইসলাম এগিয়ে আসায় জালে বল পাঠাতে সমস্যায় পড়েননি দুর্বা
সুব্বা। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে টাউন ক্লাবের দ্বিতীয় গোলটি করেন মিড ফিল্ডার অ্যাপলো রংমাই। এবার বক্সের ভিতর দুর্বা সুব্রাকে ফাউল করে বসেন তাইজুল। ফলে রেফারি নির্মল সিং পেনাল্টির নির্দেশ দেন।
খেলার স্টপেজ টাইমে টাচ লাইনের পাশে হ্যান্ডবলের সিদ্ধান্তকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেন ইটখলার জমির আহমেদ।
রেফারি নির্মল সিং তাঁকে হলুদ কার্ড দেখান। এটা ছিল তাঁর দ্বিতীয় হলুদ কার্ড। স্বাভাবিকভাবেই রেড কার্ড পাওয়ার কথা। তবে এর আগেই তিনি মাঠ ছেড়ে চলে যান। আসলে জমিরকে ডাগআউটে নিয়ে যান কোচ শুভমিত্র। ফলে, তাঁর এহেন আচরণকে সমর্থন করতে পারেননি রেফারি নির্মল সিং। এরপরই শুভমিত্রকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন তিনি।
এদিন ম্যাচ সেরা হিসেবে টাউন ক্লাবের সুব্বাকে নির্বাচিত করেন প্রাক্তন ফুটবলার সৌমেন গুহ। তাঁর হাতে ট্রফি তুলে দেন তিনি। স্পনসর পি জি গ্রুপের পক্ষে সুব্বার হাতে এক হাজার টাকার চেক তুলে দেন জয়দীপ কর। লিগের পরবর্তী ম্যাচ রবিবার। সেদিন ইন্ডিয়া ক্লাব ও তারাপুর এসি মুখোমুখি হবে।