প্রদীপ দত্তরায়ের বই ‘এখনও কাঁদছে স্বর্ণগর্ভা বরাক’ উন্মোচন

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যায় উন্মোচন হল বিশিষ্ট রাজনীতিবিদ, হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্তরায়ের প্রবন্ধ সংকলন ‘এখনও কাঁদছে স্বর্ণগর্ভা বরাক’। শুক্রবার ইলোরা হেরিটেজ হলে আনুষ্ঠানিকভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট প্রাবন্ধিক, সাংবাদিক অতীন দাশ, কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক সৌরিন্দ্রকুমার ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক হারান দে, শিক্ষাবিদ নিরঞ্জন দত্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, সমাজসেবী মহাবীর জৈন প্রমুখ।

বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে দ্বিতীয় প্রবন্ধ সংকলন করেন প্রদীপ দত্তরায়। একশ পাতার বইয়ের প্রকাশক বার্তালিপি প্রকাশনী।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ দত্তরায়ের বইয়ের বিষয় বস্তু তুলে ধরেন সাংবাদিক বিকাশ চক্রবর্তী। বক্তব্য রাখেন বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ, আসাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী শিক্ষাবিদ নিরঞ্জন দত্ত প্রমুখ।

প্রদীপ দত্তরায়ের বই 'এখনও কাঁদছে স্বর্ণগর্ভা বরাক' উন্মোচন

Author

Spread the News