বারইগ্রামে প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর তিরোধান উৎসব ২৭ জুন থেকে

বরাক তরঙ্গ, ২৪ জুন : আগামী ২৭ জুন, শুক্রবার থেকে শুরু হতে চলেছে বারইগ্রামের প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ৫৫তম তিরোধান তিথি উৎসব। এই ত্রিদিবসীয় মহোৎসবকে ঘিরে শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধা বিনোদ জিউ এবং শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম প্রাঙ্গণে জোরকদমে চলছে প্রস্তুতি।

উৎসবের সূচনা হবে ২৭ জুন শুক্রবার, শুভ অধিবাসের মাধ্যমে। ২৮ জুন শনিবার, ভোরে মঙ্গলারতি ও হরিনাম যজ্ঞের সূচনা হবে, যা চলবে সারা দিন ধরে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিশেষ উপাসনা। নামসুধা পরিবেশনায় থাকছে উত্তর ত্রিপুরার বিভিন্ন খ্যাতনামা সম্প্রদায় — কুমারঘাটের রাধেশ্যাম সম্প্রদায়, ধর্মনগরের গৌরহরি সম্প্রদায়, শ্রীভূমির বিষ্ণুগোপাল সম্প্রদায় এবং মদন মোহন সম্প্রদায়।

২৯ জুন রবিবার, তিনদিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি ঘটবে দধিভান্ড ভঞ্জন মহোৎসব ও মোহন্ত বিদ্যায়।

উৎসব সফল করে তুলতে আশ্রমের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনীল পাল, কার্যকরী সভাপতি নিরঞ্জন দেব, সম্পাদক তরুণ চৌধুরী ও হিসেবরক্ষক কৌশিক দে ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।

Spread the News
error: Content is protected !!