পোর্টাল সাংবাদিক ও সিআরসিসির টাকা দাবি, আত্মহত্যা প্রধান শিক্ষকের

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : পোর্টাল  সাংবাদিক ও সিআরসিসির টাকা দাবিতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো শিবসাগর ডিমৌতে। অর্থের দাবিতে শেষ পর্যন্ত এলপি স্কুলের এক প্রধান শিক্ষক আত্মহত্যা করতে বাধ্য হন।

ডিমৌর রাজমাই ১০৫১ নম্বর কিশান এলপি স্কুলের প্রধান শিক্ষক রাজকুমার পানিকার মৃতদেহ বাড়ির পুকুরে উদ্ধার হয়। পাশাপাশি পুকুর পাড়ে এক সুইসাইড নোট পাওয়া যায়। সুইসাইড নোটে পোর্টাল সাংবাদিক ও সিআরসিসির নাম উল্লেখ করে প্রধান শিক্ষক লিখে যান। তারা দীর্ঘদিন থেকে টাকা দাবি করে আসছিল বলে উল্লেখ করে তিনি।

বুধবার সকালে প্রধান শিক্ষক পানিকার মৃতদেহ বাড়ির পাশে থাকা পুকুরে ভেসে উঠতে দেখতে পান স্থানীয় লোকরা। এরপর এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি সুইসাইড নোট উদ্ধার করে। প্রধান শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে পোর্টালের সাংবাদিক সঞ্জয় খবর সংগ্রহ করতে পৌঁছালে শুরু হয় মারপিট। সঞ্জয়কে ধরে উত্তেজিত জনতা ও প্রধান শিক্ষকের আত্মীয়রা গণধোলাই দেন। পুলিশ সঞ্জয়কে তাদের হাত থেকে নিজ হেফাজতে নিয়ে যায়। পুলিশ সঞ্জয়ের সঙ্গে আরও কোনও সাংবাদিক জড়িত কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Author

Spread the News