অশ্লীল ভিডিও ভাইরাল, আত্মঘাতী তরুণী লক্ষীপুরে

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : অশ্লীল ভিডিও ভাইরাল করায় চরম সিদ্ধান্ত নিলেন এক প্রেমিকা।  বছর কুড়ির তরুণীর প্রেমিক সিঙ্গেরবন্দের মজুমদার পদবী বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার লক্ষীপুর থানা এলাকার লালাং তৃতীয় খণ্ড মরাগাঙ গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা সংঘটিত হয়েছে। অশ্লীল ভিডিও ভাইরাল করার চক্ষু লজ্জায় এই চরম সিদ্ধান্ত নিয়েছে মরাগাঙ গ্রামের সানিলা বেগম বাড়ির লোকদের বয়ান। তিনদিন আগে ভিডিও ভাইরাল হয় সেকথা জানতে পারে তরুনী। সামাজিক চক্ষু লজ্জায় আত্মহত্যার পথ বেছে নেয়। বুধবার সকালে ঘরের বাথরুমে তার ঝুলন্ত দেহ  উদ্ধার হয়। পরে ঘরের লোকজন মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখে লক্ষীপুর থানায় খবর দেন। লক্ষীপুর পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বুধবার রাতে মৃত তরুণীর জানাজা সম্পন্ন করা হয়। বুধবার রাতেই ভিডিও ভাইরেল করা প্রেমিককে অভিযুক্ত করে লক্ষীপুর থানায় মামলা দায়ের করেন মৃত যুবতীর মা। অভিযুক্ত যুবক বর্তমানে কর্মসূত্রে সৌদি আরবে রয়েছে। সেখান থেকে ৯৬৬৫৪ ৯১৮৬২৪০ এই ফোন নম্বর দিয়ে তার প্রেমিকার ভিডিও ভাইরেল করে বলে মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ। যুবক অশ্লীল ভিডিও ভাইরাল করায় তাদের মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় বলে অভিযোগ করেছেন মৃতের বাবা। যুবকের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল একথা পরিবারের লোকদের জানা ছিল না। যুবক বিদেশে থেকেও তাদের পুরানো প্রেমের অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে। তার বিরুদ্ধে লক্ষীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন‍্যায় সংহিতা আইন অনুযায়ী তাকে সৌদি আরব থেকে গ্রেফতার করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন মৃত যুবতীর মা-বাবা সহ স্থানীয় লোকজন।                       

অশ্লীল ভিডিও ভাইরাল, আত্মঘাতী তরুণী লক্ষীপুরে
অশ্লীল ভিডিও ভাইরাল, আত্মঘাতী তরুণী লক্ষীপুরে

Author

Spread the News