বস্ত্র ছাড়া সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি সোনাই উদীয়মানের প্রতিমা, গ্রামীণ পরিবেশে মণ্ডপ

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : বরাবরই বিগ বাজেটের পুজোর আয়োজন করে থাকে সোনাইয়ের উদীয়মান ক্লাব আয়োজিত সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এ বছরও তার কোনও ব্যতিক্রম ঘটেনি। সাড়ে পাঁচ লক্ষ বাজেটে ৫৭তম পুজোর আয়োজন করছে উদীয়মান। এবারের পূজায় বিশেষ আকর্ষণ থাকছে প্রতিমায়। প্রথমবারের মতো সম্পূর্ণ মাটির প্রতিমা স্থাপন করা হয়েছে। কোন ধরনের বস্ত্র ব্যবহার করা হয়নি। পশ্চিমবঙ্গের নবদ্বীপের মৃৎশিল্পীরা তৈরি করেছেন প্রতিমা। যেখানে দুই অসুরের প্রতিরূপও রয়েছে। মণ্ডপ সজ্জিত করা হয়েছে গ্রামীণ পরিবেশের আবহে। এবছরও তাদের এই আয়োজন দর্শনার্থীদের টানবে।

ভক্তদের জন্য থাকছে তিনদিন অন্নভোজের আয়োজন এবং নবমীতে পরিবেশন করা হবে রাজস্থানি খাবারের পদ। তবে থাকছে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান। অসমের কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের অকাল প্রয়াণের শোককে সামনে রেখে এ বছর কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়নি জানান সভাপতি রামেশ্বর শর্মা ও সম্পাদক রাহুল দে। রবিবার বিকেলে দেবী বেলষষ্ঠীর পরই শুরু পূজা।
এদিকে, সোনাই থানা অধীন ৫৭টি মণ্ডপে অনুষ্ঠিত হতে চলেছে পুজো। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে পূজা সম্পন্ন করতে সোনাই পুলিশ তৎপর রয়েছে। পুজোর সময় থাকবে বিশেস টহল। সোনায় পুরসভা এলাকার ২৫টি প্রতিমা বাজার ঘাটে বিসর্জন করা হবে।

এ দিকে, সোনাই ও রামনগর এলাকার ৯৮টি পুজো কমিটিকে মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে দশ হাজার টাকার চেক প্রদান করা হয় শনিবার। আনুষ্ঠানিক ভাবে সার্কল অফিসে চেক তুলে দেন সোনাইর সার্কল অফিসার (অ্যাটাচ) সিদ্ধার্থ কুমার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি কার্যকরী কমিটির সদস্য তথা রামনগর মণ্ডলের প্রভারী ভজন সেন, পুরসভার চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস, ভাইসচেয়ারম্যান সাহারুল আলম শেখ, জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমেদ লস্কর, পুর কমিশনার প্রতিনিধি রামকৃষ্ণ নাথ প্রমুখ।
