ভারত মায়ের পূজা ও বন্দে মাতরম উদায়াস্ত মহামন্ত্র যজ্ঞ শিলচরে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : শিলচরের ঐতিহ্যবাহী সংগঠন “আর্য সংস্কৃতি বোধনী সমিতির” উদ্যোগে তৃতীয়বারের মতো ভারত মায়ের পূজা ও বন্দে মাতরম উদায়াস্ত মহামন্ত্র যজ্ঞের আয়োজন করা হয়। রবিবার স্থানীয় শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ হাইস্কুলে দিনভর ভারত মাতার পূজার্চনা, ভজন-কীর্তন, উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, সংগঠন তার জন্মলগ্ন থেকেই দেশাত্মবোধক বিষয়ের উপর মানুষকে উদ্বুদ্ধ করতে কাজ করে আসছে। উদীয়মান তরুণ-তরণীকে দেশাত্মবোধক চিন্তা ধারায় এগিয়ে নেওয়াই সংস্থার মূল লক্ষ্য। এবং সেই লক্ষকে বাস্তবায়ন করতে দীর্ঘ  বছর ধরে বরাক উপত্যকার বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বন্দে মাতরম উৎসব পালন করে আসছে সংস্থার কর্মকর্তারা। এই উৎসবে মানুষকে কাছে টেনে আনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশাত্মবোধে জাগ্রত করার প্রয়াসকে এগিয়ে নিতে বিগত তিন বছর ধরে ভারত মাতার পূজা ও বন্দে মাতরম উদায়াস্ত মহামন্ত্র যজ্ঞ পালন করে আসছে আর্য সংস্কৃতি বোধনী সমিতি।

ভারত মায়ের পূজা ও বন্দে মাতরম উদায়াস্ত মহামন্ত্র যজ্ঞ শিলচরে

দেশের স্বাধীনতা আন্দোলনে যেসব মনিষীরা তাঁদের লেখনির মাধ্যমে দেশাত্মবোধের কথা জাগ্রত করে গেছেন, সেই মনিষীদের আদর্শকে পাথেয় করে “মাকে বন্দনা” করার ব্যাপারে বন্দে মাতরম উৎসব আয়োজিত করা ছাড়াও দেশের স্বাধীনতা সেনানীদের স্মরণ করা সহ সকলকে সংঘবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে সংগঠন এগিয়ে যাচ্ছে। আগামীতে তাঁদের এই মহৎ প্রয়াসকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন আয়োজকরা।

ভারত মায়ের পূজা ও বন্দে মাতরম উদায়াস্ত মহামন্ত্র যজ্ঞ শিলচরে
ভারত মায়ের পূজা ও বন্দে মাতরম উদায়াস্ত মহামন্ত্র যজ্ঞ শিলচরে

Author

Spread the News