মণিপুর-মায়ানমার সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু পুলিশকর্মীর

বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : মণিপুরে মায়ানমার সীমান্তে সন্দেহভাজন সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে তেনুপাল জেলার মোরেহে।

মোরেহের ইস্টার্ন শাইন স্কুল মাঠে একটি হেলিপ্যাড নির্মাণের জায়গায় ডিউটি ​​করছিলেন পুলিশ অফিসার। সেখানে এ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম এসডিপিও সিংথাম আনন্দ কুমার। প্রথমে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পুলিশ অফিসারের পেটে গুলি লাগে। সীমান্ত শহর থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবির প্রায় এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল।

সাম্প্রতিক দিনগুলোতে মায়ানমারের প্রায় ১০ নাগরিককে আটক করেছে মণিপুর পুলিশ। যারা অবৈধভাবে মণিপুরে প্রবেশ করেছিল এবং সেখানকার লোকজনের রেখে যাওয়া ঘরের আসবাবপত্র চুরি করার চেষ্টা করেছিল। এসব ঘটনার মাঝেই নিহত হন পুলিশ কর্মকর্তা

Author

Spread the News