ডিউতে যাওয়ার পথে হৃদরোগে মৃত্যু পুলিশকর্মীর
কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : বাইকে করে ডিউতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত অকালে চলে গেলেন অসম পুলিশের এএসআই রহিম উদ্দিন মজুমদার। তিনি শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বুধবার রাত অনুমান সাতটায় ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে বাদ্রিপার পঞ্চম খণ্ড গ্রামের বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন। প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর বাদ্রিপার স্যুইস গেটের কাছে আসা মাত্র আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। এখানেই পড়ে যান তিনি। এক পথচারী এই অবস্থা দেখে তাঁকে চিনতে পেরে বাড়িতে খবর দেন।বাড়ির লোকজন এসে সঙ্গে সঙ্গে নিয়ে যান শিলচরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ, বৃহস্পতিবার বেলা দু’টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, চারছেলে, আত্মীয় স্বজন। এএসআই রহিম উদ্দিন মজুমদারের অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে বাদ্রিপার গ্রামে।