ব্র্যান্ডের কোম্পানির নামে নকল ওষুধ সরবরাহের গ্যাংয়ে পুলিশের হানা, গ্রেফতার মূল হোতা

৩ মার্চ : ব্র্যান্ডের কোম্পানির নামে নকল ওষুধ সরবরাহের গ্যাংয়ে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হওয়া গ্যাংয়ের নেতা অশোক কুমার হিসাবে শনাক্ত করা হয়েছে। তিনি বুলন্দশহরের সেকেন্দ্রাবাদ থানার অন্তর্গত টিচার্স কলোনির বাসিন্দা। সিগরা এলাকার চার্চ কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অশোকের জানানো মতে মোনোসেফ ও, গ্যাবাপিন এনটি, ক্লাভাম ৬২৫, প্যান ডি, প্যান ৪০, সেফ এজেড এবং ট্যাক্সিম ও-এর মতো প্রায় ৩০০ বাক্স ওষুধ উদ্ধার করা হয়েছে। ব্র্যান্ডেড ওষুধের নামে নকল ওষুধ সরবরাহকারী চক্রের প্রকাশ

ব্র্যান্ডের কোম্পানির নামে নকল ওষুধ সরবরাহের গ্যাংয়ে পুলিশের হানা, গ্রেফতার মূল হোতা

বাড্ডি (হিমাচল প্রদেশ) থেকে ব্র্যান্ডেড কোম্পানির নামে নকল ওষুধ তৈরি করে বারাণসীতে অবৈধ স্টোরেজ গ্যাংয়ের মূল হোতাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ STF-এর বারাণসী ইউনিট। এই চক্রের নেতা বুলন্দশহরের সেকেন্দ্রাবাদ থানা এলাকার টিচার্স কলোনির বাসিন্দা অশোক কুমারকে গ্রেফতার করা হয়। এই ওষুধগুলি বারাণসী সহ পূর্বাচলের অন্যান্য জেলা এবং পাটনা, গয়া, পূর্ণিয়া, কলকাতা, হায়দরাবাদের মতো জায়গায় সরবরাহ করা হয়।

ব্র্যান্ডের কোম্পানির নামে নকল ওষুধ সরবরাহের গ্যাংয়ে পুলিশের হানা, গ্রেফতার মূল হোতা

বাজেয়াপ্ত নকল ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৭.৫ কোটি টাকা। এ ছাড়া উদ্ধার করা হয়েছে প্রায় চার লাখ চল্লিশ হাজার টাকা, জাল বিল ও অন্যান্য কাগজপত্র। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় থানা থেকে গ্যাং সদস্যদের উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ড্রাগস ইন্সপেক্টর অমিত বানসাল জানান, অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

Author

Spread the News