দামছড়া মন্দির জ্বালানোর মূল হোতা আনোয়ারকে পুলিশের এনকাউন্টার

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : ফের এনকাউন্টার অসম পুলিশের। বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার রাতাবাড়ি পুলিশের গুলিতে আহত হল মন্দির জ্বালানোর মূল হোতা আনোয়ার আলি। গুরুতর অবস্থায় তাকে রামকৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের বয়ান মতে, শনিবার সন্ধ্যায় ত্রিপুরার রাস্যাবাড়ি এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে এক গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে। এরপর রাতাবাড়ি থানায় নিয়ে আসা হয়। রাতে আনোয়ারকে নিয়ে তার বাড়ি দামছড়ায় অভিযান চালায় পুলিশ। তার ঘর থেকে একটি বন্দুক সহ সতেজ গুলি উদ্ধার করেছে। ঘরে তল্লাশি চালানোর পর তাকে নিয়ে ফের রাতাবাড়ি থানার উদ্দেশ্যে রওয়ানা দিলে দামছড়া বাগানে প্রকৃতির ডাক দিয়েছে বলে গাড়ি থেকে নামে আনোয়ার। বাগানের দিকে কিছু জায়গা যাওয়ার পর সে পুলিশের উপর আক্রমণ করে দৌড় দিয়ে পালাতে চায়। তখন পুলিশ থাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তার দুই পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়। বর্তমানে আনোয়ার চিকিৎসাধীন।

দামছড়া মন্দির জ্বালানোর মূল হোতা আনোয়ারকে পুলিশের এনকাউন্টার

উল্লেখ্য, গত ৭ নভেম্বর দামছড়া ত্রিপুরা পুঞ্জিতে শতাধিক বছর প্রাচীন শিব ও নারায়ণ মন্দির পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। এতে ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করছিল। ফলে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারের জন্য রাতাবাড়ি পুলিশ প্রচেষ্টা চালিয়ে তাকে ত্রিপুরার ভারত-বাংলা সীমান্ত থেকে গ্রেফতার করে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News