জ্বালানি তেল চোরের বিরুদ্ধে অভিযান পুলিশের, আটক ২
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : শিলচরে জ্বালানি তেল চুরির এক বড় মাপের চক্রের সন্ধান পেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই চক্রের বড় মাপের চাঁই স্বপন দাস (৫৭) ও এক ট্যাঙ্কারের চালক সোহেল আহমদ লস্কর (২৬)-কে। স্বপন মূলত হাইলাকান্দি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তবে দীর্ঘ বছর ধরে তার ঠিকানা শিলচর রামনগর খেলমা এলাকা। সোহেল শিলচর থানা এলাকার উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকায় স্বপনের গুদামে অভিযান চালায়। সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো জানিয়েছেন, সে সময় সোহেলের ট্যাঙ্কার থেকে পাম্প ব্যবহার করে ডিজেল বের করা হচ্ছিল। সেখান থেকেই গ্রেফতার করা হয় স্বপন ও সোহেলকে। সিনিয়র পুলিশ সুপার জানান, আইওসির ডিপো থেকে প্রতিবেশী রাজ্যে নিয়ে যাওয়ার জন্য সোহেল তার ট্যাঙ্কারে ডিজেল লোড করার পর স্বপনের গুদামে এনে বিক্রি করছিল।
তিনি জানান, এই চক্র বেশ বড় মাপের। চক্রের সঙ্গে জড়িত একাংশ ট্যাংকার চালক প্রতিবেশী রাজ্য মণিপুর ও মিজোরামের জন্য নির্ধারিত জ্বালানি তেল আইওসির ডিপো থেকে সংগ্রহের পর স্বপনদের কাছে অনেকটাই বিক্রি করে দেয়। এখানে যতটা জ্বালানি তেল বিক্রি করে ঠিক ততটা জলের সঙ্গে এক বিশেষ ধরনের ট্যাবলেট মিশিয়ে জ্বালানি তেলের মতো রূপ ধরিয়ে ট্যাঙ্কারে ভরে নিয়ে যায় নির্ধারিত স্থানে। দীর্ঘদিন ধরেই স্বপনদের চক্র এই কারবার চালিয়ে আসছিল। বর্তমানে চক্রের অন্যান্যদের খোঁজ চলছে। এদিন ট্যাঙ্কার ও স্বপনের গুদাম মিলিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১৩ হাজার লিটার ডিজেল।