অরুণোদয় প্রকল্পের নামে টাকা সংগ্রহ, আটক পুলিশ ব্যাটালিয়ন
বরাক তরঙ্গ, ২ আগস্ট : অরুণোদয় প্রকল্পের নামে টাকা সংগ্রহের অভিযোগে আটক করা হয়েছে অসম পুলিশের ব্যাটালিয়ন জওয়ানকে। ঘটনাটি ধুবড়ি জেলার। বৃহস্পতিবার রাতে এমন অভিযোগের ভিত্তিতে অসম পুলিশের ব্যাটালিয়ন জওয়ান রকিবুল ইসলামকে আটক করা হয়। এ নিয়ে জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
খবরে প্রকাশ, জওয়ান রকিবুল ইসলাম একজন বিজেপি নেতার ঘনিষ্ঠ বলে ধুবড়ির ঝগড়ারপার এলাকার একাংশ মহিলাদের কাছ থেকে সরকারি অরুণোদয় প্রকল্প দেওয়ার নামে এক হাজার টাকা করে নিয়েছিলেন।

রকিবুল ইসলাম তাদের কাছে না গিয়ে নিজেকে আড়াল করেন। এতে মহিলাদের সন্দেহ হয়। বুধবার ভুক্তভোগী মহিলারা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইম্যানস অর্গানাইজেশনের (AIMSS) নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গোলকগঞ্জ থানায় গিয়ে ব্যাটালিয়ন জওয়ান রকিবুল ইসলামের সঙ্গে দেখা করে টাকা ফেরত দাবি করেন। তখন ভুক্তভোগীদের সঙ্গে রকিবুল দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেন মহিলারা।
ভুক্তভোগীরা পরে ধুবড়ি পুলিশের শীর্ষ কর্মকর্তার কাছে অভিযোগ করেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়নকে বৃহস্পতিবার রাতে গোলকগঞ্জ পুলিশ হেফাজতে নিয়ে ধুবড়ি সদর থানায় পাঠায়। থানায় আটক করে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।