মওলানা মুফতি সরফ উদ্দিন খান আর নেই
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : বরাক উপত্যকার খ্যাতনামা মুফতি, শায়খুল হাদিস, মওলানা সরফ উদ্দিন খান আর নেই। বুধবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। আজ বিকেল সাড়ে তিনটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
কাটিগড়া তিনটিকরির বাসিন্দা মওলানা মুফতি সরফ উদ্দিন খান ২০১০ সালে ভাঙ্গারপারের বিক্রমপুর এমই মাদ্রাসা থেকে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি কাছাড় ও হাইলাকান্দির তিনটি মাদ্রাসায় যোগ দেন। সোনাপুর দারুল হাদিস ও রিচার্স সেন্টার, হাইলাকান্দির বজ্রপুর ইয়াকুবিয়া টাইটাল মাদ্রাসা এবং ছাত্তাওয়ালা মাদ্রাসায় পাঠদান করেন। তিনি সুন্নি ফাউন্ডেশনের সঞ্চালক ছিলেন। একজন সুনামধন্য মুফতি ছিলেন।
রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, অসংখ্য ছাত্র, গুণমুগ্ধ ও আত্মীয়স্বজন। প্রয়াত মুফতির বড়ছেলে আবুল মনজুর তয়ৈব খান একজন আইনজীবী এবং কনিষ্ঠ ছেলে মওলানা একে রাগিব খান। সৈদপুর চরকি শাহ বাবা সিনিয়র মাদ্রাসার অধীক্ষক তিনি। মওলানা মুফতির মৃত্যুতে শোকাহত গোটা মুসলিম সমাজ।