চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ ৩৮ জন চোরকে পাকড়াও কাছাড় পুলিশের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : চুরি হওয়া সামগ্রী উদ্ধার করল কাছাড় পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার ৩৮জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। এদিকে, উদ্ধার বিভিন্ন সামগ্রী সহ আটক ৩৮জন চোরকে মঙ্গলবার শিলচর সদর থানায় নিয়ে আসার হয়। আদালতে তুললে  ৩৮জন চোরের ঠাঁই হয় জেল হাজতে।

ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তো সংবাদ মাধ্যমকে জানান, অসামাজিক কার্যকলাপ সহ চুরি কাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে জনগণকে সুরক্ষা প্রদানে কাছাড় পুলিশ তাঁদের অভিযান আগামীতে অব্যাহত রাখবে। চুরি কাণ্ডের অভিযোগ পাওয়ার পর পুলিশ সোমবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বাইক, দু’টি সাইকেল, স্বর্ণালংকার, জলের পাম্প, বাসনপত্র ও বৈদ্যুতিন তার সহ  অন্যান্য প্রচুর সামগ্রী উদ্ধার করার পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩৮জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শারদীয়া দুর্গোৎসবের মাস খানেক আগে চুরি কাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের এই বৃহৎ সফলতায় জেলার মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন। ধৃত চোরের থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ আগামীতে চুরি হওয়া আরও সামগ্রী উদ্ধার করার পাশাপাশি চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের পাকড়াও করতে সক্ষম হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো।

Spread the News
error: Content is protected !!