বেতন চাওয়ায় দলিত কর্মীর মুখে গুঁজে দেয়া হয় জুতো, মহিলা বস সহ সাতজনকে খুঁজছে পুলিশ

২৫ নভেম্বর : বেতন চাইতে গিয়ে চরম হেনস্থার মুখে পড়লেন এক কর্মী। শুধু মারধর নয়, ওই কর্মীর মুখে জুতো গুঁজে দেওয়া হয় বলেও অভিযোগ। জানা গেছে, গুজরাটের মরবি–তে রানিবা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার মালকিন বিভূতি প্যাটেল। গত অক্টোবর মাসে তাঁর সংস্থায় নীলেশ দালসানিয়া (‌২১)‌ নামে এক দলিত কর্মীকে নিযুক্ত করেন তিনি। ওই কর্মীর মাসে ১২ হাজার টাকা বেতন পাওয়ার কথা ছিল। কিন্তু ওই মাসেই তাঁর চুক্তি আচমকা শেষ করে দেওয়া হয় বলে অভিযোগ। মাত্র ১৬ দিন কাজ করেছিলেন নীলেশ। ওই কয়েকদিনের বেতন চাইলেও সংস্থার তরফে কোনও উত্তর দেওয়া হয়নি। গত বুধবার বকেয়া টাকা চাইতে ভাই ও এক প্রতিবেশীকে নিয়ে ওই সংস্থার অফিসে যান নীলেশ। এরপরই তাঁকে চরম হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ।

প্রথমে বিভূতি প্যাটেলের ভাই ওম প্যাটেল ও ম্যানেজার পরীক্ষিত প্যাটেল নানাভাবে ওই কর্মীকে হেনস্থা করতে থাকেন বলে অভিযোগ। আরও অভিযোগ, ওই কর্মীকে টেনে ছাদে নিয়ে যাওয়া হয়। তারপর শুরু হয় মারধর। লাথি, বেল্ট দিয়ে মার, ঘুষি মারা হয় বলেও অভিযোগ। এরপর সামনে আসেন বিভূতি। তিনি নিজের জুতো ওই কর্মীর মুখে গুঁজে দেন বলেও অভিযোগ। এমনকী ওই এলাকায় যেন আর কখনও না আসেন, এ কথা বলেও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেন ওই মহিলা বস। ওই কর্মীকে বলতে বাধ্য করা হয় যে তিনি টাকা নেওয়ার জন্য জোরজুলুম করেছেন। এরপর ছেড়ে দেওয়া হলে মরবি সিভিল হাসপাতালে যান ওই যুবক। পরে অভিযোগ জানান থানায়। বিভূতি সহ ঘটনায় অভিযুক্ত ছয় থেকে সাত জনের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Author

Spread the News