জিরিবামে ১২টি বাঙ্কার গুঁড়িয়ে দিল পুলিশ ও আসাম রাইফেলস, উদ্ধার আগ্নেয়াস্ত্র

বরাক তরঙ্গ, ৩ মে : বাঙ্কার গুঁড়িয়ে দিল আসাম রাইফেলস ও জিরিবাম পুলিশ। উদ্ধার করল যুদ্ধের মতো স্টোর করে রাখা আগ্নেয়াস্ত্র। বুধবার মণিপুরের জিরিবাম জেলার প্রান্তিক এলাকায় মণিপুর পুলিশকে সঙ্গে নিশে যৌথ চিরুনি অভিযান চালায় আসাম রাইফেলস জওয়ানরা। এতে অবৈধ ভাবে গড়ে তোলা ১২টি বাঙ্কার ভেঙে দেওয়া হয়। যুদ্ধের মতো স্টোরের ক্যাশে উদ্ধার করে। যার মধ্যে রয়েছে ৬টি একক ব্যারেল রাইফেল, ১০৭টি সজীব  রাউন্ড, ৪টি যোগাযোগ সরঞ্জাম এবং ৬টি বুলেট প্রুফ জ্যাকেট।

জিরিবামে ১২টি বাঙ্কার গুঁড়িয়ে দিল পুলিশ ও আসাম রাইফেলস, উদ্ধার আগ্নেয়াস্ত্র

এত বড় আকারের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ফলে দুর্বৃত্তদের ভবিষ্যৎ পরিকল্পনাই শুধু দমন হয়নি বরং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর প্রতিশ্রুতিও জোরদার হয়েছে।

Author

Spread the News