পাঁচ কোটি টাকার অধিক মূল্যের চোরা সামগ্রী বাজেয়াপ্ত কাছাড় পুলিশের

বরাক তরঙ্গ, ২০ জুন : শিলচরে যাত্রীবাহী বাস থেকে বার্মিজ সিগারেট সহ অবৈধ বহু মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত করল পুলিশ। বাজেয়াপ্ত করা সমাগ্রীর কালো বাজারের মূল্য ৫ কোটি টাকার অধিক হবে বলে জানান কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো। শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মণিপুর থেকে মিজোরাম হয়ে শিলচরে আসছিল এমএন ০১এ ০৪৮৪ নম্বরের  যাত্রীবাহী বাসটি। বাসে ছিলেন অনেক যাত্রী।

পাঁচ কোটি টাকার অধিক মূল্যের চোরা সামগ্রী বাজেয়াপ্ত কাছাড় পুলিশের

অন্যদিকে, অবৈধ চোরা সামগ্রী এবং বার্মিজ সিগারেট সহ তিনজন সরবরাহকারীকে আটক করে কাছাড় পুলিশ। পুলিশ NDPS আইনের অধীনে মামলা দায়ের করে এবং অবৈধ পণ্য, বার্মিজ সিগারেট এবং মাদক বাজেয়াপ্ত করে।

পাঁচ কোটি টাকার অধিক মূল্যের চোরা সামগ্রী বাজেয়াপ্ত কাছাড় পুলিশের
Spread the News
error: Content is protected !!