পানীয়জলের তীব্র সঙ্কটে পোয়াংবাড়ি, নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে পাহাড়বাসী
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি ব্লকে তীব্র পানীয়জলের সঙ্কটে দিন কাটছে সাধারণ মানুষের। শুকনো মরসুমে বিশুদ্ধ জলের অভাবে নাজেহাল হয়ে পড়েছেন এলাকাবাসী। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ক্ষোভে ফুঁসছে পাহাড়ের জনসাধারণ। প্রতিদিনের জলকষ্টে অতিষ্ঠ হয়ে স্থানীয় প্রমীলা বাহিনী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দিনের পর দিন পানীয় জলের জন্য হাহাকার করছি, অথচ প্রশাসন সম্পূর্ণ নীরব।” তাঁদের অভিযোগ, ব্লক কর্তৃপক্ষ ও পানীয়জলের দপ্তর কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ত্রিপুরা রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি ‘অটল জল জীবন মিশন’-এর মাধ্যমে ঘরে ঘরে পানীয়জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল। পাশাপাশি, রাজ্যের আদিবাসী স্বার্থ রক্ষার দাবিতে তিপ্রামথা নেতৃত্বও উন্নয়নের আশ্বাস দিয়েছিল। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। পোয়াংবাড়ির মানুষ আজও সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের অপেক্ষায় দিন গুনছেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘ কয়েক মাস ধরে বারবার প্রশাসনকে সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রমীলা বাহিনী স্পষ্ট ভাষায় জানিয়েছে, “আমাদের সমস্যার সমাধান না হলে আমরা বড় আন্দোলনের পথে যাব।” এদিকে, প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য মেলেনি। তবে এলাকাবাসীর হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠবে। সরকার ও প্রশাসন কি আদৌ এই জলসংকট সমাধানে পদক্ষেপ নেবে? নাকি পাহাড়ের মানুষদের দুর্ভোগের কাহিনি শুধুই আশ্বাস আর প্রতিশ্রুতির গর্ভেই চাপা পড়ে থাকবে? উত্তরের অপেক্ষায় পোয়াংবাড়ির মানুষ।
