দিল্লি চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় হাজির প্রধানমন্ত্রী
৩০ সেপ্টেম্বর : মহাষ্টমীর সন্ধেয় দিল্লিতে চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন সন্ধ্যায় পদ্মফুল হাতে নিয়ে পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী। নিজে হাতে দেবীর আরতি করেন তিনি। ভক্তিভরে প্রণাম করেন দেবীকে। মহিলারা উলুধ্বনি ও সঙ্খ বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও।
প্রথমে কথা ছিল ষষ্ঠীতে সিআর পার্কের পুজোয় আসবেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। এরপর এসপিজি, দিল্লি পুলিশ, ফায়ার ব্রিগেডের তরফ থেকে চিত্তরঞ্জন পার্কের কালীমন্দিরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় ৩০ সেপ্টেম্বর মহাষ্টমীর দিন আসবেন মোদি। সেইমতো কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সিআর পার্ক পুজো প্রাঙ্গনকে।