পাথারকান্দিতে শুরু কৃমিনাশক বড়ি খাওয়ানোর কর্মসূচি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : পাথারকান্দিতেও শুরু হয়েছে রাষ্ট্রীয় কৃমি নির্মূলকরণ অভিযান। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে কুকিতল এলপি স্কুলে এক শিশু শিক্ষার্থীর বড়ি খাইয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন ডাঃ বিকু দাস। স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, এক থেকে উনিশ বছর বয়সী বিদ্যালয়গামী প্রতিটি শিশু-কিশোর, কিশোরীকে এই কৃমিনাশক বড়ি সেবন করানো হবে। যেসব শিশু বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে বা অসুস্থতার কারণে বড়ি খেতে পারবে না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই বড়ি খাওয়ানোর দায়িত্ব পালন করবেন।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কৃমির সংক্রমণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায়।

পুষ্টিহীনতা ও রক্তস্বল্পতা প্রতিরোধে কৃমি নাশক বড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব অভিভাবককে তাদের সন্তানদের এই বড়ি সেবন করানোর আহ্বান জানানো হয়েছে।এই মহৎ উদ্যোগের মাধ্যমে শিশুরা আরও সুস্থভাবে বেড়ে উঠবে, এমনটাই আশা করছে স্বাস্থ্য বিভাগ।

পাথারকান্দিতে শুরু কৃমিনাশক বড়ি খাওয়ানোর কর্মসূচি
পাথারকান্দিতে শুরু কৃমিনাশক বড়ি খাওয়ানোর কর্মসূচি

Author

Spread the News