উষ্ণায়ন : ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান পিপলস সায়েন্স সোসাইটির

বরাক তরঙ্গ, ১৮ মে : দেশের অন্যান্য জায়গার সঙ্গে সঙ্গতি রেখে শিলচর সহ বরাকজুড়েই উষ্ণায়ন মারাত্মক ভাবে বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেই একজন অধ্যাপক এই ব্যাপক আবহাওয়া বদলের শিকার হয়েছেন। প্রায় প্রতিদিনই মানুষ আক্রান্ত হচ্ছেন। এখানে কাটিগড়ার ১৩ জন ছাত্রের কথা বিশেষ উল্লেখযোগ্য। এই সমস্যা আগামীতে আরও প্রবল হবে। সমস্যা নিরসনের যে কোনও উপায় নেই তা অবশ্য নয়। এর মধ্যে সবচেয়ে সহজ, ব্যাপক ভাবে বৃক্ষরোপণ ও জলাভূমি সংরক্ষণ করা। অথচ শিলচর শহর ও শহরতলীতে হচ্ছে ঠিক এর বিপরীত। উন্নয়নের নামে বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। বড় বড় আবাসন তৈরির নামে একের পর এক জলাভূমি বুজিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থা আগামীতেও চলতে থাকলে এই শহরে বসবাস করাটাই দুর্বিষহ হয়ে যাবে।

বিজ্ঞানভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস সায়েন্স সোসাইটির পক্ষ থেকে শনিবার কাছাড়ের জেলাশাসক ও শিলচর পুরসভার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসকের কাছে পৃথক ভাবে এই মর্মে দুটি আবেদন করা হয়। সংস্থার পক্ষ থেকে জেলাশাসকের কাছে প্রেরিত আবেদনপত্রে শিলচর ও শিলচর সংলগ্ন অঞ্চলগুলোতে রাস্তার দুই দিকের খালি জায়গায় ব্যাপক হারে বৃক্ষরোপণের কথা বলা হয়। এক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে মেহেরপুর থেকে বিশ্ববিদ্যালয়, রংপুর অটল বিহারী বাজপেয়ী মূর্তি থেকে ডলু, রামনগর আইএসবিটি পয়েণ্ট থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত রাস্তার কথা বলা হয়েছে।

অন্যদিকে পুরসভার দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসকের কাছে পাঠানো আবেদনপত্রে শহরের কেন্দ্রস্থিত বিপিনচন্দ্র পাল সভাস্থলে অবিলম্বে বর্জ্য ফেলা বন্ধ করার কথা বলা হয়। বিপিনচন্দ্র পালের সম্মানার্থে এই জায়গাটির প্রয়োজনীয় সংস্কার করা এবং পাশাপাশি জায়গাটিকে সবুজায়নের মাধ্যমে শহরের একটি ‘গ্রিণ কর্ণার’ হিসাবে গড়ে তোলার জন্য সংস্থার পক্ষ থেকে আবেদনপত্রে বলা হয়েছে।

Author

Spread the News