পানিসাগরে স্কুল শিক্ষকের বাড়িতে চোরের হানা
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেল একদল নিশিকুটুম্বেরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার আওতাধীন জলাবাসা মোটর স্ট্যান্ড সংলগ্ন স্কুল শিক্ষক অনুজ দাসের বাড়িতে।
জানা যায়, চাকরি সুবাদে শিক্ষক অনুজ দাস পরিবার নিয়ে কয়েক বছর ধরে ধর্মনগর শহরে এক ভাড়া বাড়িতে বসবাস করছেন।শিক্ষক ধর্মনগর শহরে বসবাস করলেও জলাবাসাস্থিত পিতৃ সম্পত্তিতে সদ্য এক সুন্দর দ্বিতল বাড়ি নির্মাণ করেছেন। এই বাড়িতে বর্তমানে নিজেরা না থাকলেও মিজোরাম রাজ্যের বসবাসকারী দু’জনকে বাড়ির উপর তলার ঘর ভাড়া দিয়েছেন। রাতে ভাড়াটিয়ারাও বাড়িতে ছিলেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষক অনুজ দাসের বাড়ির ভেন্টিলেটর ও লোহার রড ভেঙে চোরের দল ঘরে প্রবেশ করে চুরি কাণ্ড সংঘটিত করে। শনিবার সকাল বেলায় পার্শ্ববর্তী বাড়িতে থাকা লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন। পরে খবর দেওয়া হয় বাড়ির মালিক সহ পুলিশকে। এমন খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করে।
বাড়িতে চুরি হয়েছে খবর পেয়ে শিক্ষক অনুপবাবুও নিজ বাড়িতে উপস্থিত হন। সবকিছু প্রত্যক্ষ করে তিনি জানান, তাঁর ঘর থেকে আনুমানিক পাঁচ লক্ষ টাকার অলঙ্কার সহ নগদ অর্থ চুরি হয়েছে।জলাবাসায় দীর্ঘ বছর পর শিক্ষক অনুজ দাসের বাড়িতে চুরি কাণ্ড সংঘটিত হওয়ায় এলাকায় একরাশ চাপা আতঙ্ক বিরাজ করছে।