অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রোগীর মৃত্যু, আহত ছয় যাত্রী

২৮ ডিসেম্বর : উড়িষার ভুবনেশ্বর এমস থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত্যু হল রোগীর। এই ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা বাকি ছয়জন যাত্রী। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায়, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মুগবাসান এলাকা থেকে সাতজন চিকিৎসার জন্য উড়িষার ভুবনেশ্বর AIIMS-এ চিকিৎসার জন্য যান। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার পথে জলেশ্বর ও বাংলার সীমান্তবর্তী এলাকা জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজরে ধাক্কা মারে। তারপরই দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়ার পথে রোগীর মৃত্যু হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্স-এ থাকা বাকি ছয়জন গুরুতর আহত হয়। আহতদের ইতিমধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা ঘন কুয়াশায় দৃশ্য মানতা একেবারেই কমে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে গাড়ি থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ।

Author

Spread the News