এ‌পি‌সি‌সির যুগ্ম সম্পাদ‌কের প‌দে পাথারকা‌ন্দির প্রদীপ

বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : অসম প্রদেশ কং‌গ্রেস ক‌মি‌টির যুগ্ম সম্পাদ‌কের প‌থে পদোন্ন‌তি পে‌লেন পাথারকা‌ন্দির প্রাক্তন যুব কং‌গ্রেস সভাপতি প্রদীপ গোয়ালা। মঙ্গলবার এক পত্রযো‌গে তা‌কে এই প‌দে ম‌নোনীত করার খবর জানা‌নো হয়।এমন খব‌রে পাথারকা‌ন্দিতে তার ঘনিষ্ঠ মহল সহ কং‌গ্রেস কর্মী ও সমর্থকেরা খু‌শি ব‌্যক্ত ক‌রে‌ছেন।প্রাক্তন যুব কংগ্রেস সভাপতিকে  রাজ্যস্তরে পদোন্নতি করা‌তে পাথারকান্দির সর্বস্তরের জনগণ সহ অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভু‌পেন বরা বিরোধী দলপতি তথা বিধায়ক দেবব্রত শই‌কিয়া প্রদেশ কংগ্রেসের তত্বাবধায়ক জি‌তেন্দ্র সিং, গৌরব গ‌গৈ, র‌কিবুল হুসেন, প্রদ‌্যুৎ বরদ‌লৈ, প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জা‌কির হো‌সেন, মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামী সহ অন‌্যান‌্য কর্মকর্তা‌দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রেন প্রদীপবাবু। পাশাপা‌শি তি‌নি জানান যে এবার থে‌কে তি‌নি দ‌লের হ‌য়ে আরও জোরদার ভা‌বে কাজ ক‌রে যা‌বেন।

এ‌পি‌সি‌সির যুগ্ম সম্পাদ‌কের প‌দে পাথারকা‌ন্দির প্রদীপ
এ‌পি‌সি‌সির যুগ্ম সম্পাদ‌কের প‌দে পাথারকা‌ন্দির প্রদীপ

Author

Spread the News