পাথারকান্দি নাট্যজনের দোল উৎসব মাতালেন শিশুশিল্পীরা
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : দোল উৎসবে লাল নীল আবিরে রঙিন হল পাথারকান্দি নাট্যজনের দোল উৎসব। হরেক রকম আবির মাখিয়ে নাচ-গানের মধ্য দিয়ে দোল উৎসব পালিত হল পাথারকান্দিতে। সোমবার স্থানীয় প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুলের খেলার মাঠে পাথারকান্দি নাট্যজনের ব্যাবস্থাপনায় এই দোল উৎসবের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক নরেন্দ্রচন্দ্র দাস। পরে একে একে উৎসবে আগত প্রধান অতিথি সহ শিল্পীরা রাধাকৃষ্ণের মূর্তির চরণে আবির এবং নৃত্যাঞ্জলি অর্পণ করেন।
অস্থায়ী মক্ত মঞ্চে নতুন প্রজন্মের বেশকিছু নৃত্য শিল্পীরা বেশক’টি সমবেত ও একক নৃত্য পরিবেশন করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেন। এদের মধ্যে ছিলেন শিশু শিল্পী সৃজিতা সেন, কনিষ্কা দেবনাথ, নেহা মজুমদার, নবনীতা দাস, রিমা দেব, অনন্যা শর্মা ও অরিহা দাস। তাছাড়া সমবেত নৃত্য পরিবেশন করেন করিমগঞ্জ ‘পরণ দ্য ব্যলেশপ’-এর শিল্পী জাহ্নবী ভট্টাচার্য, ময়ুরী চক্রবর্তী ও মনিকা বর্দ্ধন। পাথারকান্দি লিটিল কালচারাল গ্রুপের শিল্পী রুচিতা দেব, কনিষ্কা দেবনাথ ও হেমা দেবনাথ।
পাথারকান্দি হলি চিলড্রেন স্কুলের পক্ষ থেকে শিল্পী ময়ুরাক্ষী দে, অন্বেষা দে, অঙ্কিতা দাস ও অলিকা দে। সংক্ষিপ্ত নৃত্যানুষ্ঠান শেষে উৎসব স্থলে উপস্থিত সবাই মেতে উঠেন আবির খেলায়। তৎসঙ্গে নানান গানের ছন্দে চলতে থাকে কখনো সমবেত ঝুমুর কখনও ধামাইল। পাথারকান্দি নাট্যজন দলের যারা এই অনুষ্ঠান আয়োজনে যারা মুখ্য ভূমিকায় ছিলেন তাঁরা হলেন নবজিৎ রায়, বিপ্রজিৎ দাস, মৃণ্ময় রায়, সব্যসাচী নাথ, অমিত পাল, অরিহা দাস, আয়ুশ দাস এবং অঙ্কিতা রায় প্রমুখেরা। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে ছিলেন নাট্যজনের সাধারণ সম্পাদক তথা নাট্যকর্মী রাজেশ দে। আবৃত্তি করে শোনান বাচিক শিল্পী উৎপলা দেব।
উপস্থিত ছিলেন কাছাড় জেলার রাষ্ট্রীয় মিশনের জেলা প্রোগ্রাম ম্যানেজার রাহুল ঘোষ, পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিপিএম সৌমেন্দ্র দাস, নাট্যজনের সভানেত্রী স্মিতা দাস, বিশিষ্ট সমাজকর্মী তথা চতুরঙ্গ সংস্থার উপদেষ্টা সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী প্রমুখ। তাঁরা প্রত্যেকেই আয়োজক সংস্থার এধরণের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, বছর দুয়েক আগে নতুন আত্নপ্রকাশ হওয়া এই সংগঠন বরাবরই নতুন প্রজন্মের উঠতি যুবক-যুবতীদের জন্য ব্যাতিক্রমী কিছু করার পরিকল্পনা করে থাকে। বিগত বছরের ন্যায় এবার ও ঋতুরাজ বসন্তের পুন্য লগ্নে এই দোল উৎসবে স্থানীয় নতুন প্রজন্মের ছেলেমেয়েদের নাচ, গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে প্রতিভা মেলে ধরার সুযোগ করে দেয় পাথারকান্দি নাট্যজন।