পাথারকান্দি বাইপাসে গর্তের মিছিল, ঝুঁকি নিয়ে যাতায়াত, ক্ষোভ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : পাথারকান্দির প্রাণকেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বাইপাস রোডে গর্তের মিছিল। কোণাগ্রাম এলাকা থেকে শুরু করে কানাবাজার বাইপাস সড়কের প্রবেশমুখ পর্যন্ত গর্তের দখলে। এই দৃশ্য যেন প্রশাসনের উদাসীনতার নীরব প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।

শুধু নির্দিষ্ট কয়েকটি জায়গা নয় এই গুরুত্বপূর্ণ বাইপাসের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত নানা স্থানে ছড়ানো বড়-বড় গর্তগুলো বৃষ্টির জলে পরিণত হয়েছে ছোট ছোট পুকুরে। কোথাও কোথাও গর্ত এতটাই গভীর যে, সামান্য অসাবধানতায় যেকোনও গাড়ির চাকা আটকে যেতে পারে বা উল্টে পড়তে পারে।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে সড়কটির করুণ অবস্থা নিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে— পানি জমে গর্তের গভীরতা বোঝা যায় না, ফলে পথচারী ও যানবাহন চালকদের জন্য এটি এক অদৃশ্য ফাঁদে পরিণত হয়েছে।

পাথারকান্দি বাইপাসে গর্তের মিছিল, ঝুঁকি নিয়ে যাতায়াত, ক্ষোভ

যাত্রী ও ব্যবসায়ীরা বলছেন, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল করে। পণ্য পরিবহনে দেরি হচ্ছে, গাড়ি নষ্ট হচ্ছে, আর দুর্ঘটনার ভয় তো রয়েছেই। স্থানীয় ব্যবসায়ী মহল আশঙ্কা করছেন, যদি দ্রুত মেরামতির ব্যবস্থা না নেওয়া হয়, তবে এই রুটে চলাচল একেবারেই বিপজ্জনক হয়ে উঠবে।

এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা দিয়ে হাঁটতেই ভয় লাগে। কখন যে গাড়ি এসে কাদাজল ছিটিয়ে দেয় বা হঠাৎ গর্তে পড়ে যায়, বোঝা মুশকিল।

এদিকে, সাধারণ মানুষ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন, যাতে এই গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক আবার স্বাভাবিক রূপে ফিরে আসে এবং জনদুর্ভোগের অবসান ঘটে।

Spread the News
error: Content is protected !!