মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান হিসাবে শপথ ভারতীয় বংশোদ্ভূত প্যাটেলের

২২ ফেব্রুয়ারি : মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের (FBI) প্রধান হিসাবে শপথগ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। হোয়াইট হাউসে ইইওবি ভবনে কাশের শপথগ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভগবৎ গীতা স্পর্শ করে শপথবাক্য পাঠ করেন তিনি। অনুষ্ঠান পরিচালনা করেন আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত এফবিআইয়ের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পছন্দের মানুষ কাশ। কেন কাশকে পছন্দ করেন সে বিষয়টিও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, ‘আমি কাশকে (প্যাটেল) রাখতে চেয়েছিলাম তার একটি কারণ হল, এজেন্টরা তাঁর প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি এই পদে সর্বকালের সেরা হিসাবে নামবেন।’ কাশকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ট্রাম্প। শপথের পর প্যাটেল জানান, এটি তাঁর জীবনের বড় সম্মান। তিনি আমেরিকান স্বপ্নে বেঁচে আছেন।

গুজরাটের ভদ্রন গ্রামের আদি বাসিন্দা কাশের পরিবার। ৭০-৮০ বছর আগে তাঁর পরিবার উগান্ডায় চলে যায়। সেখান থেকে তাঁরা আমেরিকায় আসেন। এর আগে আমেরিকার গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন কাশ। আমেরিকার সেনেটে ভোটাভুটির মাধ্যমে তিনি নির্বাচিত হন। ৫১-৪৯ ভোটে জেতেন কাশ। এফবিআইয়ের ডিরেক্টর পদের মেয়াদ ১০ বছর।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান হিসাবে শপথ ভারতীয় বংশোদ্ভূত প্যাটেলের

Author

Spread the News