বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে যাত্রীবোঝাই গাড়ি, মৃত্যু ৫
৪ আগস্ট : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ল যাত্রীবোঝাই গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। আহত অন্তত ২ জন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে বিহারের (Bihar) ভাগলপুরে (Bhagalpur)।
শ্রাবণ মাসের সোমবার উপলক্ষ্যে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন কানওয়ার যাত্রীরা। ডিজে বাজিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন তাঁরা। পথে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়িটি পাশে একটি গর্তে উলটে যায়। শাহকুণ্ড থেকে মাহাতো সুলতানগঞ্জ যাওয়ার রাস্তাটি সরু ও প্রচুর বৃষ্টির জেরে রাস্তার দু’পাশে জল জমে রয়েছে। দুর্ঘটনার পর তেমনই এক জায়গায় জলের মধ্যে উলটে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police)। গাড়ির চালক দুর্ঘটনার পর থেকে নিখোঁজ। তাঁর খোঁজ চলছে।