কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেন্ট্রি কারের দাবি পেসেঞ্জার অ্যাসোসিয়েশনের

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জুলাই : ত্রিপুরার সাবরুম থেকে কলকাতা এবং শিলচর থেকে কলকাতা পর্যন্ত চলাচলকারী দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে খাবারের জন্য কোন পেন্ট্রি কার না থাকায় যাত্রীরা বিশেষ অসুবিধার সম্মুখীন হয়ে আসছেন। সাধারণ পেসেঞ্জারের কথা বাদ দিলেও বয়স্ক লোক, মহিলা ও শিশুদের পক্ষে ট্রেন থেকে নেমে খাদ্য সংগ্রহ করা একটি সমস্যা হয়ে দাঁড়ায়। আর কোন কোন জায়গায়      হকারা যে খাদ্য যোগান দেয় এটি অনেক স্থলে নিম্ন মানের হয়ে থাকে।

এই বিষয় টি নিয়ে সোচ্চার হয়েছে নর্থ ইস্ট রেলওয়ে পেসেঞ্জার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনটির  সভাপতি হারাণ দে এ নিয়ে  বৃহস্পতিবার মালিগাঁয়ে থাকা উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে একটি ই-মেল পাঠিয়ে বিষয়টির ওপর  অবিলম্বে দৃষ্টি দেবার এবং পেন্ট্রি কারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

হারাণবাবু জেনারেল ম্যানেজারের কাছে অপর একটি ই-মেল পাঠিয়ে বর্তমানে আগরতলা ও অরুণাচল জংশনের মধ্যে যে শতাব্দী এক্সপ্রেস ট্রেন চলেছে তা আপাতত শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবি জানান। তিনি বলেন, এই ট্রেনটি আগে আগরতলা থেকে অরুণাচল জংশন হয়ে জিরিবাম পর্যন্ত চলাচল করতো কিন্তু বর্তমানে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য জিরিবাম পর্যন্ত শতাব্দী এক্সপ্রেস চলাচল করছে না তাই এটাকে অরুণাচল থেকে শিলচর পর্যন্ত সম্প্রসারিত করলে বৃহত্তর শিলচরের রেল যাত্রীদের সুবিধা হবে।

Author

Spread the News