সোনাইয়ে শুরু পার্থপ্রতিম নাথ স্মৃতি এস১৬ ক্রিকেট টুর্নামেন্ট 

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোয়িয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত মা কালী এন্টারপ্রাইজ ও পিসি কনস্টাকশনের প্রণব নাথ (পুজন) প্রিতম নাথের সৌজন্যে পার্থপ্রতিম নাথ স্মৃতি ট্রফি এস১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে হট ফেভারিট মেডিটাসকাস দলকে ৫ রানে হারিয়ে দিল ওএনএক্সআর রোজকান্দি দল। রবিবার সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সাদা পোশাকের ১৬ ওভারের লাল ডিউস প্রতিয়োগিতার উদ্বোধনী হয়। প্রতিয়োগিতার উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শিলচর মেডিক্যাল কলেজের ডাক্তারদের সম্বৃদ্ধ দল মেডিটাসকাস। প্রথম ব্যাট করতে নেমে টিম ওএনএক্সআর রোজকান্দি দল। নির্ধারিত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। দলের হয়ে কিরন ভূমিজ সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়াও ভাল রান পান মেহমুদ ২৫, সেখ আরমান ২৫, রাজন লস্কর ১৬, আসলাম খান ১৪, নারায়ণ ১৩ রান করেন। মেডিটাসকাস দলের হয়ে সুভম দেব ১, কুনাল ধর ১, ইমারান খান ১ টি উইকেট পান। ১৫২ রানের লক্ষ্য মাথা নিয়ে ব্যাট করতে নেম নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে মেডিটাসকাস দল। এক সময়  দলের জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ২৩ রান হাতে ছিল ছয় ছয়টি উইকেট। সেখান থেকে ম্যাচটি হেরে বসে মেডিটাসকাস। দলের হয়ে ইমরান খান সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়াও ভাল রান পান অনিল সিংহ ৩২, তেজেস ২১,সুভম দেব ১৭,অমিয় শঙ্কর রায় ১২ রান।ও এন এক্স আর রোজকান্দী  দল এর হয়ে রাজন লস্কর ৩, রাজিব ৩, আসলাম খান ২ টি উইকেট পান।

সোনাইয়ে শুরু পার্থপ্রতিম নাথ স্মৃতি এস১৬ ক্রিকেট টুর্নামেন্ট 

এদিনের অপর ম্যাচে শিলচর ওয়ারিওর দল ৯ ইউকেটে হারায় উমরপুর রয়েল বদরপুর কে ।উমরপুর টস জিতে প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহন করে ১৫.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে।দলের হয়ে গুলজার হোসেন সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়াও ভাল রান পান হাসান মোহাম্মদ আফসর আলম ২১ রান। সুফিয়ান আহমেদ ২১ রান, আহমেদ জিবেল ১১ রান করেন। শিলচর ওয়ারিওর  সুদর্শন সিনহা ৪ উইকেট, অংকিত ভাসফর ১, হৃতিক ধর ১, প্রসেনজিৎ সরকার ১, অভিষেক দেব ১ উইকেট পান। ১১৫ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শিলচর ওয়ারিওর মাত্র ৯.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১২০ রান তুলে নেয়। দলের হয়ে প্রসঞ্জীত সরকার সর্বোচ্চ ৩৭ রান, অভিষেক দেব ৩৪ রান, রাজু দাস ২৩ রান করেন। উমরপুর হাসান মোহাম্মদ আফসর ১ উইকেট পান। এদিন সকালে প্রতিয়োগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি জেড এম কবির লস্কর (সাহার) সহ সভাপতি মনোজ কুমার দাস, মান্না লস্কর, আব্দুল জলিল আহমেদ, সাহার বড়ভূইয়া, হীরা মনি চৌধুরী সহ সংস্থার সদস্যরা। এদিন খেলা শুরু হওয়ার আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা। সোমবার খেলবে সকালে খেলবে মাসিমপুর মাব্রিকস ও লক্ষীপুর ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে খেলবে এনপি স্পটিং ধলাই ও ইম্পেক্ট ইগনিটরর্স।

সোনাইয়ে শুরু পার্থপ্রতিম নাথ স্মৃতি এস১৬ ক্রিকেট টুর্নামেন্ট 
সোনাইয়ে শুরু পার্থপ্রতিম নাথ স্মৃতি এস১৬ ক্রিকেট টুর্নামেন্ট 

Author

Spread the News