‘সংসদ ভবন চলো’ কৃষকদের মিছিল মাঝপথেই আটকে দিল পুলিশ

৬ ডিসেম্বর : পঞ্জাব এবং হরিয়ানার কৃষকেরা শুক্রবার ‘সংসদ ভবন চলো’ কর্মসূচির ডাক দিয়েছে। জানা গিয়েছে, অরাজনৈতিক কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চা-র ডাকে এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবিতে পায়ে হেটে মিছিল করে সংসদ ভবনে যাওয়ার পরিকল্পনা করেছেন কৃষকেরা। সূত্রের খবর, দুপুর ১ টা নাগাদ পঞ্জাব এবং হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমানা থেকে এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। আর এই মিছিলের খবর পাওয়া মাত্রই বৃহস্পতিবার রাত থেকেই দিল্লি-পঞ্জাব এবং দিল্লি-হরিয়ানা সীমানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার এই মিছিল ঘিরে দিল্লিতে ব্যাপক যানজট হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, এই মিছিল থেকে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের পাশাপাশি ঋণ মকুব, পেনশনের বন্দোবস্ত, বিদ্যুতের বিল বৃদ্ধি না-করার দাবি তুলবেন কৃষকেরা। তবে তাঁদের এই মিছিল মাঝপথেই আটকে দেওয়া হবে বলেও খবর পাওয়া গিয়েছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

‘সংসদ ভবন চলো’ কৃষকদের মিছিল মাঝপথেই আটকে দিল পুলিশ
Spread the News
error: Content is protected !!