কাটিগড়ার বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন ও বানভাসির খোঁজ নিলেন পরিমল

বরাক তরঙ্গ, ৮ জুলাই : বন্যা প্লাবিত কাটিগড়ার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সোমবার কেন্দ্রের  হরিনগর ও লেভারপুতার বন্যা প্লাবিত অঞ্চলের জনসাধারণের সঙ্গে দেখা করে পরিস্থিতির খোঁজ খবর নেন এবং পর্যাপ্ত খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, ওষুধপত্র, বিশুদ্ধ পানীয়জল, পশু খাদ্য পর্যাপ্ত আছে কিনা তার খোঁজ নেন তিনি।

কাটিগড়ার বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন ও বানভাসির খোঁজ নিলেন পরিমল

এদিন সাংসদ প্রথমে কিন্নরখাল ৪০০ নং এলপি স্কুলের ত্রাণ শিবির পরিদর্শন করে। তারপর লেভারপুতা জিপির নরপতি কালীবাড়ি, সালিমাবাদ, আমতলা ইত্যাদি বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন। সাংসদের সঙ্গে ছিলেন কাটিগড়া ও কালাইন মণ্ডলের বিজেপি নেতৃবৃন্দ। এদিন নৌকা করে গোটা বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য।

Author

Spread the News